Jalpaiguri: হাতির হানায় আতঙ্ক, যুবক মৃত

এলাকায় হাতির পালের দাপাদাপিতে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে তিস্তা পাড়ের বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িকন গ্রামে। Advertisements এদিন ভোরবেলায় ভাইকে সঙ্গে নিয়ে নদীর…

Elephant Attacks

এলাকায় হাতির পালের দাপাদাপিতে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে তিস্তা পাড়ের বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িকন গ্রামে।

Advertisements

এদিন ভোরবেলায় ভাইকে সঙ্গে নিয়ে নদীর চরের বাদাম খেতে কাজ করতে যায় পঁচিশ বছরের সাগর দাস। হাতির পাল থেকে হঠাৎ একটি হাতি তাদের দিকে ছুটে আসে। ভাই সঙ্গে সঙ্গে বিপদ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এক সন্তানের পিতা সাগর দাস পালাতে পারেননি। তার উপর হাতি ঝাঁপিয়ে পরে।

   

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাস্পাতালে (Siliguri Medical College and Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে প্রায় ২ মাস ধরে জংলি হাতির পাল এই এলাকায় দাপাদাপি করে বেড়াচ্ছে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে বেলকোবা রেঞ্জের বনকর্মীরা।
এলাকাবাসীদের অভিযোগ যে হাতি পর পর এলাকাই মানুষ মেরে ফেলছে কিন্তু বন দফতর কিছু পদক্ষেপ গ্রহণ করেনি।