Jhargram : ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, গৃহহীন ১০ পরিবার

এবার দাঁতালের দৌরাত্ম চলল ঝাড়গ্রাম জুড়ে। হাতির হামলায় মাথার ছাদ খুইয়ে খোলা আকাশের নিচে দশটি পরিবার। ঘরে নেই যৎসামান্য খাবার। চরম বিপাকের মুখে সাধারণ মানুষ।…

এবার দাঁতালের দৌরাত্ম চলল ঝাড়গ্রাম জুড়ে। হাতির হামলায় মাথার ছাদ খুইয়ে খোলা আকাশের নিচে দশটি পরিবার। ঘরে নেই যৎসামান্য খাবার। চরম বিপাকের মুখে সাধারণ মানুষ।

বুধবার ভোরে ঝারগ্রামের শিমূলডাঙ্গা এলাকায় প্রায় ১০টি বাড়ি ভাঙচুর করে হাতির দল। বর্ষার সময় ঘর ভাঙ্গায় চরম বিপাকের মুখে অসহায় পরিবারগুলো। তার উপরে হাতি তাড়ানো হুলা পার্টি কর্ম বিরতি পালন করায় হাতি তাড়ানোও বেজায় দায় হয়ে উঠেছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষজন।

ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল ক্ষেতেও নেই তেমন কোনও সবজি। সকাল হতেই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে দস্যু হাতির দল। একটা দুটো নয় বরং দলে দলে হাতি এসে ভিড় জমাচ্ছে স্থানীয়দের ঘরের দুয়ারে।

ঝাড়্গ্রাম ব্লকের বালিভাষা, মানিকপাড়া সহ একাধিক এলাকায় তাণ্ডব চালায় এই দাঁতাল দল। ছোট-বড় মিলিয়ে কমপক্ষে ৩০ থেকে ৪০ টি হাতি রয়েছে ওই দলে।

আতঙ্কে উড়েছে রাতের ঘুম। এই যেন চোখ খুলেই ফের হাজির হয় হাতিরা। ফের যদি তাণ্ডব চালায় গোটা এলাকায়! প্রাণ সংশয়ের ভয়ে দিন কাটাচ্ছে এলাকার মানুষ।