গোরু পাচার মামলায় ইডি জেরায় কী বলেছেন দেব ? তৃণমূলে চাপা গুঞ্জন

গোরু পাচার মামলায় ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) এর কোনও আর্থিক সংযোগ আছে কিনা জানতে চেয়েছিল ইডি। ডাক পেয়ে হাজিরা দিয়েছিলেন দেব। তৃ়ণমূলের অন্দরে গুঞ্জন…

গোরু পাচার মামলায় ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) এর কোনও আর্থিক সংযোগ আছে কিনা জানতে চেয়েছিল ইডি। ডাক পেয়ে হাজিরা দিয়েছিলেন দেব। তৃ়ণমূলের অন্দরে গুঞ্জন দেব কী বলে এসেছেন।

গোরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করেছে সিবিআই। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে তার বিপুল সম্পত্তির উপর খতিয়ে দেখছে সিবিআই। মামলার রেশ ধরে এবার দেব কে নিয়ে টানাটানি শুরু হলো ফের।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এর আগে গত ফেব্রুয়ারি মাসে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন অভিনেতা ও সাংসদ দেব। এবারেও দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন তিনি। মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেন দেব। প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে দেবের হাজিরা ছিল গোপন।

ইডি সূত্রে খবর, গোরু পাচার মামলায় একাধিক সাক্ষীদের বয়ানে তৃ়নমূল কংগ্রেস সাংসদ দেবের নাম উঠে এসেছে। অভিযোগ, গোরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে দেবের আর্থিক লেনদেন হয়েছিল।এনামূলের কাছ থেকে একাধিক মূল্যবান উপহার নিয়েছিলেন দেব। ইডি দফতরে তলব করে দেবের সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে সিবিএসই আঞ্চলিক কার্যালয় নিজাম প্যালেসে গেছিলেন দেব। অভিযুক্ত এনামূল হকের থেকে দেব কোনও উপহার নিয়েছেন কি না, সবটাই জানতে চেয়েছিল সিবিআই। তৃণমূল সাংসদ জানিয়ে দেন, তিনি এনামুলকে চেনেন না। দেবের সহ প্রযোজক পিন্টু মণ্ডলকে তলব করে গোরু পাচারের টাকা ঘুরপথে বাংলা ছবিতে ব্যবহার করা হত কি না সেটাই জানতে চায় সিবিআই।