বাংলাদেশে আর্থিক তছরুপের জড়িতকে চিহ্নিত করতে অশোকনগরে ইডি হানা

বাংলাদেশের আর্থিক তছরুপের মামলার তদন্তে এবার নামল ইডি। অশোকনগরের চালালো তল্লাশি অভিযান। আর্থিক লগ্নি তদন্তেই এই তল্লাশি অভিযান ইডির। জানা গিয়েছে, আর্থিক তছরুপকারীরা ভারতে আত্মগোপন…

বাংলাদেশের আর্থিক তছরুপের মামলার তদন্তে এবার নামল ইডি। অশোকনগরের চালালো তল্লাশি অভিযান। আর্থিক লগ্নি তদন্তেই এই তল্লাশি অভিযান ইডির। জানা গিয়েছে, আর্থিক তছরুপকারীরা ভারতে আত্মগোপন করে রয়েছে।

এই রাজ্যে তাদের থাকার সম্ভাব্য স্থানগুলিতে হানা দিল ইডি। অশোকনগরের এক ব্যক্তি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশের আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করা হয়েছে।

   

বাংলাদেশের তদন্তকারী সংস্থা অভিযোগ জানিয়েছে, সেই দেশে একাধিক ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক লেনদেন করা হয়েছে। যে সংস্থাগুলোর নাম করে আর্থিকতছরুপ করা হয়েছে সেই সংস্থাগুলোর বাস্তবে কোনও বৈধ কাগজপত্র নেই। আর এরপর থেকেই বাংলাদেশের সেই সমস্ত ব্যাংক থেকে যোগাযোগ করা হয় অভিযুক্তদের সঙ্গে। কিন্তু কোনও ভাবেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে চান না অভিযুক্তরা। এর পরেই প্রশ্নটি কোটি কোটি টাকার হিসাব কোথায়?

এরপরেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনের হাতে গোটা বিষয়টি দেওয়া হয়।

অভিযুক্ত যাকে গোটা এলাকার মানুষ চেনে তিনি প্রধানত মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত। কিন্তু তার পেছনে রয়েছে কালো সত্যি। শুধুমাত্র ব্যাংকের আর্থিক তছরুপের সঙ্গে নয় গরু পাচার কাণ্ডের সঙ্গেও জড়িত এই ব্যক্তির। মূল অভিযুক্তের সঙ্গে নাম উঠে এসেছে আরও দুজনের।