Anubrata Mondal: বোলপুরে কেষ্টার বেআইনি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে ইডি

anubrata mondal

গোরু পাচার মামলার তদন্তে দিল্লিতে জেরা চলছে বীরভূমে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। তার দখলে থাকা কোটি কোটি টাকার সম্পত্তি এবার বাজেয়াপ্ত করার পথে ইডি। জানা যাচ্ছে সব নিজের নামে রাখেনি অনুব্রত। তদন্তে উঠে এসেছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির নামে আছে ১৫ কোটি টাকার সম্পত্তি।

ইডি সূত্রে খবর, ২০১৬ সাল থেকে ২০২২ সালের মধ্যে বোলপুরে আনুমনিক ১৫ কোটি টাকার জমি কিনেছেন মণীশ কোঠারি। রূপপুর মৌজা, গোপালনগর, কঙ্কালীতলা, দারোকানাথপুর, সুরুল সহ বোলপুরের প্রায় সব মৌজাতেই মণীশের জমি রয়েছে। এই জমি বকলমে অনুব্রতর বলেই তদন্তে উঠে এসেছে।

   

মণীশ কোঠারিকে একটানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, প্রথমে তদন্তে অসহযোগিতা করেছে মণীশ। তার দাবি মক্কেল অনুব্রতর হয়ে হিসাবরক্ষণের কাজ করতাম।

ইডি সূত্রে খবর, লাগাতার জেরার পক বেশ কিছু বিষয়ে অনুব্রতের বিরুদ্ধে মুখ খুলেছে মণীশ। অনেক তথ্যই জানিয়েছেন তিনি। ইডি জানতে চায় মণীশ এত বিপুল অঙ্কের সম্পত্তি কীভাবে কিনল। সে বিষয়েও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই সম্পত্তি কি গোরু পাচারের টাকা দিয়ে কেনা হয়েছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন