Pritam Kotal: আজ এক অন্যরকম ডার্বির সাক্ষী থাকবে স্টেডিয়াম, মনে করছেন বাগান অধিনায়ক

192
pritam kotal

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইএসএলের ফাইনালের লড়াই। একদিকে এটিকে মোহনবাগান (ATK Mohan Bagan) অন্যদিকে বেঙ্গালুরু এফসি। (Bengaluru FC) সেই নিয়েই ক্রমশ উত্তপ্ত হচ্ছে গোয়ার মাটি। তুঙ্গে উঠেছে টিকিটের চাহিদা। এই মর্মেই ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)।

ফাইনালের আগে দল যে যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছে সেটা তাদের কথাবার্তা থেকেই পরিষ্কার। এবার মাঠে নামার পালা। উল্লেখ্য, এটিকের জার্সিতে আইএসএল ট্রফি জেতার সৌভাগ্য হলেও সবুজ-মেরুন জার্সিতে তা এখনো সম্ভব হয়ে উঠেনি। তবে আজ সেই লক্ষ্য পূরনে মরিয়া প্রীতম। শুধু তিনিই নন, নিজেদের সর্বশক্তি দিয়ে ট্রফি নিশ্চিত করতে মরিয়া দলের বাকিরাও, তবে ম্যাচের আগে কি বললেন প্রীতম?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অন্যান্য ম্যাচ গুলির মতো ফাইনালের ক্ষেত্রে ও আমরা দলগত শক্তিতে বিশ্বাস করছি। আশা করা যায় সব ঠিক থাকলে তাতেই আসবে চূড়ান্ত সাফল্য। তবে ফাইনালে বেঙ্গালুরুর মতো দলের বিপক্ষে অধিনায়কত্ব করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এক্ষেত্রে চাপের সেরকম কিছুই নেই। বরং এটি আমার কাছে একটা অনুপ্রেরণা মূলক কাজ। সেইসাথে বেঙ্গালুরুর প্রসঙ্গে তিনি আরও বলেন, অতীতে ও এই দুটি দল বহুবার একে অপরের মুখোমুখি হয়েছে। এটি আমাদের জন্য একটি ডার্বি। বলা যায় এক ভিন্ন ডার্বি। এটিকে মোহনবাগানের বহু প্রাক্তন ফুটবলার এখন বেঙ্গালুরুতে আছে। তবে আমাদের দলের সকলের ই লক্ষ্য ম্যাচ জিতে ট্রফি নিশ্চিত করা।

এরপরেই বিপক্ষ দলের অন্যতম দুই তারকা সুনীল ছেত্রী ও রয়কৃষ্ণার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগে ও আমরা রয়ের বিরুদ্ধে খেলেছি। চলতি আইএসএল মরশুমে আমরা ওদের বিরুদ্ধে একটা জিতেছি ও একটা হেরেছি। তবে এবার ট্রফি জেতার খেলা। একটা নতুন চ্যালেঞ্জ আমাদের সকলের কাছে। তবে এই ম্যাচ জেতার জন্য আমাদের খেলোয়াড়রা নিজেদের একশো শতাংশ উজাড় করে দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে, পুরোনো হিসেবে মেটানোর লক্ষ্যে রয়েছে সুনীলের বেঙ্গালুরু ব্রিগেড। শেষ পর্যন্ত কাদের মুখে হাসি ফোঁটে এখন সেটাই দেখার।