পুর নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় এবার ডায়মন্ড হারবার পুররসভাকে নোটিশ ইডির। ইডি সূত্রে খবর, ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ডায়মন্ড হারবার পুররসভায় নিয়োগ হয়েছে। এই পুরসভা টিএমসি সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকর মধ্যে পড়ে৷
গত ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি ও ডি পদে ১৬ জনের নিয়োগ হয়। এই নিয়োগ প্রক্রিয়ার গোটা তত্ত্বাবধানে ছিল অয়ন শীলের সংস্থা। পরীক্ষার বিজ্ঞাপন দেওয়া, প্রশ্ন তৈরি করা এবং এবং নির্বাচন করা পর্যন্ত দায়িত্ব ছিল এই সংস্থার হাতে। এরপর ২০১৭ সালে ১৬ জন চাকরি পায়। তারা বর্তমানে ডায়মন্ড হারবার পুরসভার গ্রুপ সি ও ডি বিভাগে কাজ করছে।
অয়ন শীল গ্রেফতার হওয়ার পর পৌরসভার দুর্নীতি সামনে উঠে আসে। এই বিষয় ইডি গত সপ্তাহে ডায়মন্ড হারবার পুরসভাকে একটি নোটিশ দিয়েছে। সেই নোটিশে জানতে চাওয়া হয়েছে যে, ২০১৬ সালে অয়ন শীলের সংস্থা যে নিয়োগ করেছিল তার বিস্তারিত বিষয়। তার মধ্যে রয়েছে কতজন পরীক্ষা দিয়েছিল, তাদের ওএমআর শীট, কে কত নম্বর পেয়েছিল সমস্ত বিষয় জানতে চাওয়া হয়েছে পুর সভার কাছে।
২০১৬ সালে এই পৌরসভা তৃণমূলেরই অধীনে ছিল। এবং এই পৌরসভার তৎকালীন পুর প্রধান ছিলেন মিরা হালদার। তিনি জানিয়েছে, সমস্ত নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া করা হয়েছিল। বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তৃণমূলের প্রণব দাস, তিনি জানিয়েছেন, নোটিশ তারা পেয়ে গিয়েছে এবং পরবর্তীতে তারা পদক্ষেপ নেবে।