Anubrata Mondal: দুবরাজপুর মামলায় জামিন পেয়ে কেষ্টার দিল্লি যাত্রা নিশ্চিত

গলা টিপে দলীয় কর্মীকে খুনের চেষ্টার ঘটনায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৭ দিনের হেফাজতে নিয়েছিল পুলিশ। মঙ্গলবার সেই মামলায় জামিন পেলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি…

Anubrata Mondal

গলা টিপে দলীয় কর্মীকে খুনের চেষ্টার ঘটনায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৭ দিনের হেফাজতে নিয়েছিল পুলিশ। মঙ্গলবার সেই মামলায় জামিন পেলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ ২ হাজার টাকার বিনিময়ে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন৷ পরবর্তী শুনানি ১ জানুয়ারি৷ তবে কী এবার গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে পদক্ষেপ নেবে ইডি? একইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisements

এদিন সরকারি আইনজীবী দাবি করেন, অভিযোগকারী শিবঠাকুর এবং অনুব্রত, উভয়ের বয়ান নেওয়া হয়েছে। এরপরেই অনুব্রত্র জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক অরিত্রিকা দাস।

Advertisements

উল্লেখ্য, বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের বাসিন্দা শিবঠাকুর। এর আগে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি৷ সোমবার অনুব্রতের বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২১ সালে দুবরাজপুর পার্টি অফিসে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই মামলাতেই জামিন দিল আদালত।

অন্যদিকে, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছিল ইডি। গত সোমবার এবিষয়ে আদালতের তরফে অনুমতিও মিলেছে। এখন দুবরাজপুরের ঘটনায় অনুব্রত জামিন পেতেই বাড়বে ইডির তৎপরতা৷ আজই অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা দেবে ইডি? প্রশ্ন উঠছে৷