ফের ইডির নোটিশ শেখ শাহজাহানকে (Shahjahan Sheikh)। এবার ইমেইল মারফত নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। বাড়িতে হাজিরার নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিল ইডি। হাজিরা না দেওয়ায় ফের নোটিশ শেখ শাহজাহানকে। যেদিন বিশাল বাহিনী নিয়ে ইডির তরফে রেড করা হয়েছিল তার বাড়িতে সেদিনই বাড়ির বাইরে নোটিশ টাঙ্গিয়ে দিয়ে আসা হয়েছিল, তাতেই হাজিরার নির্দেশ দেওয়া ছিল। সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান।
আরো একবার ইমেইল মারফত নোটিশ দেওয়া হলো শেখ শাহজাহানকে। নোটিশে বলা হয়েছে চলতি সপ্তাহে যে কোন দিন সকাল ১১ টার মধ্যে যেন তিনি এসে উপস্থিত হন। আগে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে কোথায় শাহজাহান আছে তারা জানেন না। তাই এবার ইমেইল মারফত নোটিশ পাঠানো হলো শেখ শাহজাহানকে। এই তৃণমূল নেতা যেন সশরীরে হাজিরা দেন তাই নোটিসে বলা হয়েছে। শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রেশন বন্টন দুর্নীতির কান্ডে মনে করছে ইডি। এদিকে এখনও দেখা নেই শাহজাহানের।
রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেদিন থেকেই নিখোঁজ শাহজাহান। এর পর ২৪ তারিখও সেখানে গিয়ে ইডি তল্লাশি চালায়। শাহজাহানের তালাবন্ধ বাড়ির সামনে তাকে ইডি দপ্তরে হাজিরার নোটিস টাঙিয়ে দিয়ে আসা হয়। কিন্তু সেই নোটিসেও সাড়া দেননি সন্দেশখালির তৃণমূল নেতা। গত সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেয়নি।
এদিকে, আইনি রক্ষাকবচ চেয়ে নিজের সই করা হলফনামা দিয়ে আগাম জামিনের আবেদন করে শাহজাহান। ব্যাঙ্কশাল কোর্টে শেখ শাহজাহানের সই করা হলফনামা আদালতে পেশ করেই তার আগাম জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন। তা গ্রহণ করে আগামী ৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত। শুনানি পিছনোর পরই এবার বারাসত আদালতের দ্বারস্থ তৃণমূল নেতা। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।