Durgapur: দুর্গাপুরে ডেঙ্গু রুখতে বাম সমর্থকদের মশারি প্রতিবাদ

Durgapur Left Front

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) কিছু ওয়ার্ডে ডেঙ্গুর (dengue) প্রকোপ বাড়ছে এই অভিযোগ তুলে সিপিআইএম দূর্গাপুর ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। দুর্গাপুর পুরনিগমের ৪ নম্বর বরো অফিসের সামনে মশারি নিয়ে বিক্ষোভ দেখালেন বাম কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ দুর্গাপুর নগর নিগমের নির্বাচন সঠিক সময়ে না হওয়ায় পরিষেবা সঠিক ভাবে মিলছে না গত এক বছর ধরে।

সমস্ত এলাকার নিকাশি নালা পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প সঠিক ভাবে পাচ্ছেন না উপভোক্তারা। বিভিন্ন দাবি নিয়ে এদিন প্রতিবাদ বিক্ষোভের সমাবেশ আয়োজন করা হয়। এই সমাবেশের নেতৃত্ব দেন দুর্গাপুর সিপিআইএম এর সম্পাদক সিদ্বার্থ বসু। উপস্থিত ছিলেন দলের সদস্যরা।

   

স্থানীয় বাম নেতৃত্ব এলাকার বাসিন্দাদের বলেন, “নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে চিঠি দিয়ে আসব। নির্বাচনের আগের দুদিন বাড়িতে রাখবেন না কোনো অতিথি‌। যদি রাখেন তাদের আইডেন্টি কার্ড রাখবেন। এলাকার নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে ব্যর্থ প্রশাসন। পুর প্রশাসনের কাজ তোলা আদায় করা।”

বিভিন্ন দাবি নিয়ে একত্রিত হন বাম সমর্থকরা। ২২৫ টা দাবির পরিকল্পনা দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে কিছু দাবি রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পুর প্রশাসন লোক ছাঁটাই করেছিল তাদের কাজে নেওয়ার কথা হয়েছে। স্থানীয়দের থেকে সাতদিনের সময় চেয়েছে প্রশাসন। নির্দিষ্ট সময়সীমার পর কাজ না হলে, যেখানে এসকল ঘটনা ঘটবে সেখানেই রাস্তায় প্রতিবাদ করা হবে।

মশারি টাঙিয়ে স্থানীয়রা প্রতিবাদে সামিল হয়ে জানাচ্ছেন “পুর নেতাদের মশারির ভিতর রাখা হয়েছে, যাতে তাদের ডেঙ্গু না কামড়ায়, জনগণই কামড়ায়। নির্বাচন অবধি মশারি টাঙানো থাকবে, নির্বাচনের দিন মশারি তুলে দেওয়া হবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন