Mohammedan SC: ISL- এর ক্লাবকে রুখে দিল ব্ল্যাক পান্থাররা

মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) বুঝিয়ে দিল ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচের থেকে কোনো অংশে কম নয় আই লীগের ক্লাব।

Chennaiyin FC Warm-Up Match

মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) বুঝিয়ে দিল ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচের থেকে কোনো অংশে কম নয় আই লীগের ক্লাব। সোমবার চেন্নাইয়িন এফসিকে রুখে দিল কলকাতার অন্যতম প্রধান ক্লাব। হোক না সে প্রস্তুতি ম্যাচ।

Durand Cup-এ দল নামানোর আগে টানা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল চেন্নাইয়িন এফসি। আগের ম্যাচ দুটিতে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি দলকে। এদিনের প্রস্তুতি ম্যাচে বৃষ্টি ভেজা কলকাতায় চেন্নাইয়িন এফসির ফুটবলারদের জার্সি ভিজল ঘামে। ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।

ম্যাচের ১২ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। অ্যালেক্সিসের ফ্রি কিক থেকে ব্যবধান বাড়িয়ে নিয়েছিল সাদা কালো ব্রিগেড। ব্যবধান ঘোচাতে বেশ পরিশ্রম করতে হয়েছে দক্ষিণ ভারতীয় ক্লাবের ফুটবলারদের। বিরতির পর পরিকল্পনায় বদল এনেছিল চেন্নাইয়িন এফসি। তাতেই হল কাজ। এদিনের ম্যাচেও পরিবর্ত হিসেবে মাঠে নেমে নজর কাড়লেন বাংলার সজল বাগ।

বিরতির পর একাধিক পরিবর্তন করে চেন্নাইয়িন এফসি। ঝাঁঝ বাড়ে আক্রমণের। রহিম আলি একাধিকবার চাপ বাড়িয়েছেন প্রতিপক্ষের ডিফেন্সের ওপর। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে স্কোরলাইন হয় ১-১। দলকে সমতায় ফেরান দ্বিতীয়ার্ধে মাঠে নামা ইরফান। বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণের দিকে ছুটে গিয়েছিলেন সুইডেন। মাঠের বাম প্রান্ত বরাবর ওভার ল্যাপে উঠে এসেছিলেন আকাশ। সেখান থেকে বল চলে যায় ইরফানের কাছে। বল জালে জড়াতে কোনো ভুল করেননি। ১-১ স্কোরলাইন শেষ হয় ম্যাচ।