চতুর্থীতে ফের নিম্নচাপ! পঞ্চমী থেকেই দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টি

কলকাতা: দেখতে দেখতে পুজো এসে গিয়েছে৷ আজ দ্বিতীয়া৷ তবে পুজোর আনন্দ মাটি করতে খড়্গ হাতে প্রস্তুত বৃষ্টিও৷ গতকাল রাতের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহানগরীর জনজীবন। তৃতীয়া…

কলকাতা: দেখতে দেখতে পুজো এসে গিয়েছে৷ আজ দ্বিতীয়া৷ তবে পুজোর আনন্দ মাটি করতে খড়্গ হাতে প্রস্তুত বৃষ্টিও৷ গতকাল রাতের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহানগরীর জনজীবন। তৃতীয়া এবং চতুর্থীর দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে  আলিপুর আবহাওয়া দফতর৷ পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এর উপর চোখ রাঙাচ্ছে আরও একটি নিম্নচাপ৷ হ্যাঁ, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চতুর্থী থেকে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা পঞ্চমী থেকে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণ হতে চলেছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গে প্রবল থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই দিনে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ সেপ্টেম্বর নাগাদ এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

   

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত ও ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে।

কোথায় বৃষ্টি

দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। দ্বিতীয়াতে রাতভর বৃষ্টিতে পুজোর প্রস্তুতিতে বাধা পড়েছিল। আগামিকালও বৃষ্টি চলবে। পঞ্চমী থেকে ফের ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

প্রশাসন মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জরুরি কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন মাইকিং করে সচেতন থাকার নির্দেশ দিচ্ছে।

দক্ষিণবঙ্গবাসীর জন্য সতর্ক থাকা জরুরি। দুর্গাপূজোর আনন্দের মধ্যে এই ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় সবাইকে পূর্ব প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News