Weather: নিম্নচাপ ও কোটালের জোড়া হামলা, সাগরের বিশাল ঢেউ ভাঙছে পাড়

আলিপুর আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসকে সত্যি করে রবিবার সকাল থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া। । নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে…

আলিপুর আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসকে সত্যি করে রবিবার সকাল থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া। । নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে যে, রবিবার দিনভর বৃষ্টি হতে পারে কলকাতায়। এদিকে প্রবল জলোচ্ছাস শুরু হয়েছে দীঘায় (Digha)।

আর এই প্রবল জলোচ্ছাস দেখতে দীঘায় ভিড় জমিয়েছেন কাতারে কাতারে পর্যটক। ইতিমধ্যেই দীঘা (Digha) সহ সমূদ্র উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। সকালের জোয়ারের সাথে শুরু হয়েছে জলোচ্ছাস। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞাও জারি রয়েছে। সমূদ্র সৈকতে মোতায়েন পুলিশ নুলিয়া, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। সেইসঙ্গে জেলা পুলিশের তরফের মাইকিং করে সতর্ক করা হচ্ছে পর্যটক দের। তবুও সৈকতে ভিড় পর্যটকদের। পূর্ব মেদিনীপুর জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

   

এদিকে নোনা জল বাজার এলাকায় ঢুকে যাওযায় সমস্যা দেখা যায় দোকানদার সহ ফুটে ব্যবসা করা কাকদ্বীপ বিক্রেতাদের। যদিও সোমবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে বলে খবর। জানা গিয়েছে, রবিবার থেকেই নিম্নচাপের জেরে রাজ্য়ে বৃষ্টিপাত বাড়তে চলেছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তই শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপের জেরেই রবিবার থেকে রাজ্যে হবে বৃষ্টিপাত। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রাতেও অনেক হেরফের বোঝা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে শনিবার রাত থেকেই ঝোড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং,পিংলায়। আজ সকালেও একই ছবি। দমকা ঝোড়ো হাওয়া সাথে দফায় দফায় বৃষ্টি। মাঠে জল ভরে গিয়েছে।