রাজ্য পুলিশের কর্মী সায়গল হোসেনের ডিউটি ছিল বীরভূম জেলা তৃ়ণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি (Anubrata Mondal)অনুব্রত মণ্ডলের। বিভিন্ন সূত্র থেকে সিবিআইয়ের কাছে এসেছে জেলা পুলিশের একাংশ কর্মী সরাসরি জড়িত গোরু পাচারে। এদের সঙ্গে যোগাযোগ করত সায়গল হোসেন।
সিবিআই জেরা চলছে। অনুব্রত জেরবার হচ্ছেন। ততই তৃণমূল কংগ্রেসে বাড়ছে উদ্বেগ। কী বলবেন অনুব্রত। বীরভূম সহ রাজ্য জুড়ে প্রবল চর্চা। তেমনই চর্চিত বিএসএফের আর কে কে জড়িত। দুই কমান্ডান্ট জিবু ও সতীশ কুমার সিবিআই হেফাজতে।
সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের বিপুল অঙ্কের বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেখানে সায়গলের সঙ্গে অনুব্রতর একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। আবার কোথাও সায়গল হোসেনের সঙ্গে অনুব্রত পরিবারের সদস্যের যৌথ সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। কোনওটি সায়গলের সঙ্গে অনুব্রতর যৌথ সম্পত্তি, কোনওটি অনুব্রতর একার নামে, আবার কোনও সম্পত্তি তৃণমূল জেলা সভাপতির পরিবারের সদস্যদের নামে।
সিবিআই সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ, প্রায় ১৮০০ অস্ট্রেলিয়ান গরু পাচার করেছেন এনামুল হক। বিষয়টি জানতেন অনুব্রত মণ্ডল। চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের।