Digha: দীঘার সমুদ্র ভয়ঙ্কর,তলিয়ে যাওয়া পর্যটক উদ্ধার

নিম্নচাপের জেরে উত্তাল দীঘার (Digha) উপকূল। বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাস দেখতে ভিড় পর্যটকদের। কড়া নিরাপত্তায় ঘেরা হয়েছে গোটা সমুদ্রতট। তবে ঝুঁকি নিয়ে সাগরের কাছে গেলে বিপদ। উত্তাল সাগরে তলিয়ে গেছিলেন এক পর্যটক। তাকে উদ্ধার করে নুলিয়ারা। উত্তর ২৪ পরগনার, পলতা থানার বাসিন্দা সুব্রত সরদার(২৮) স্ত্রী , কন্যা কে নিয়ে আজ সী হক গোলাঘাটে স্নান করছিলেন তখনই তিনি তলিয়ে যান। উদ্ধারের পর দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

Advertisements

আর যেন কোনও রকমের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘট তার জন্য প্রশাসনের ভূমিকা তৎপর। জলে না নামার জন্য গোটা এলাকা জুড়ে করা হচ্ছে মাইকিং। কারণ এই প্রবল গতিতে একেরপর এক ঢেউয়ের সামনে গেলে হতে পারে প্রাণহানি। তাই বিপদ মুক্ত রাখতে সরকারের তরফে জারি সতর্কতা।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে প্রবল জলচ্ছাস দীঘার সমুদ্রে। এই দিকে ঠান্ডা আবহাওয়া ও নিম্নচাপের কারণে ভিড় জমিয়েছে পর্যটকের দল। সমুদ্রের ধারে বসে গরম গরম কাঁকড়া ও রকমারি খাবার নিয়ে চলছে সমুদ্র দর্শন। সমুদ্র প্রেমীদের জলে নামতে বাধা। তাই দূর থেকেই সমুদ্রের জলচ্ছাস দেখে ভরাতে হচ্ছে মন। কারণ নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। তাই বর্তমানে জলে নামা অত্যন্ত বিপদজনক।

Advertisements

তটে বসেই সমুদ্রের প্রবল জলচ্ছাস দেখে ক্যামেরা বন্দী করছেন পর্যটকরা। এই বিশাল জলরাশি দেখে উচ্ছাসিত বহু মানুষ। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। আর তা দেখেই সন্তুষ্ট সমুদ্র প্রেমীরা।