উপকূলে গভীর হচ্ছে নিম্নচাপ, বৃষ্টির জন্য অপেক্ষা কৃষকদের

যত সময় এগোচ্ছে বঙ্গোপসাগরে ততই গভীর হচ্ছে নিম্নচাপ। উত্তাল সমুদ্র। দীঘায় দফায় দফায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং। পূর্ব মেদিনীপুরের বিপর্যয় মোকাবিলা আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার জানিয়েছেন, দীঘা, মন্দারমণি ও তাজপুরে পর্যটকদের সমুদ্র থেকে নামতে নিষেধ করা হয়েছে।

এর পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত বুধবার পর্যন্ত দীঘায় প্রশাসনের গাইডলাইন চালু রয়েছে। তবে বৃহস্পতিবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে দিঘায় বেড়াতে গিয়ে সমুদ্র স্নানের আমোদ আপাতত ২-৩ দিন কিছুটা কম হতে পারে। যে সমস্ত ট্রলার সমুদ্রে রয়েছে, সেগুলিও ফিরে আসতে বলা হয়েছে। সতর্ক রয়েছে কোস্টাল থানাগুলিও।

   

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে প্রবল বেগে হাওয়া বইতে পারে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। 

শোনা যাচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের জেরে দু’দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হচ্ছে। দীঘা, মন্দারমণি সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সমুদ্রে জল বাড়ছে। পর্যটকরা খুব খুশি। তবে তাদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং পুলিশ ও মৎস্য দপ্তরের নির্দেশ অনুযায়ী গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলি আজ সকালের মধ্যে পেটুয়াঘাট, শংকরপুর, শৌলা মৎস্য বন্দরে এসে পৌঁছেছে ব’লে জানিয়েছেন কাঁথির অতিরিক্ত মৎস্য অধিকর্তা মেরিন জয়ন্ত কুমার প্রধান। তিনি জানান, কাঁথি মীন ভবনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রামনগর ও কাঁথির ব্লক প্রশাসন যেকোন পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত আছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন