গোরু পাচারকাণ্ডে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করবে সিবিআই৷ কিন্তু অনুব্রত মণ্ডল আসছেন না। তিনি ইমেল করে সিবিআইকে সেকথা জানালেন।
গত বুধবারই গোরু পাচার মামলায় জোড়া অভিযান চলে ইডি ও সিবিআই। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডল, কেরিম সহ একাধিক জনের বাড়িতে তল্লাশি চলে৷ ১৭ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআইয়ের আধিকারিকরা। উদ্ধার করা হয় একাধিক মোবাইল ফোন। অভিযুক্তরা প্রত্যকেই অনুব্রতর ঘনিষ্ঠ বলে জানতে পেরেছে সিবিআই। এরপরেই তাকে সোমবার তলব করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে সিবিআই৷ সেইসঙ্গে সিবিআইয়ের তরফে গরুপাচারের রুট খুঁজে বের করেছে সিবিআই আধিকারিকরা৷ সেই সমস্ত কিছুকে সামনে রেখেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বীরভূমের ওপর দিয়ে কীভাবে গোরু পাচার হত, গোরু পাচারের সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ রয়েছে কিনা, সবটা জানতে চায় সিবিআই।
<
p style=”text-align: justify;”>এর আগেও সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার নাম করে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে একবার নিজে থেকেই তিনি সিবিআই জেরার মুখোমুখি হন।