Ganga sagar: চিকিৎসকদের প্রশ্নের মুখে মমতা-সরকার

গঙ্গাসাগর মেলা হচ্ছেই, জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এমনকি গ্রিন সিগন্যাল দেখিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। করোনা আবহে রাজ্যের গঙ্গাসাগর…

গঙ্গাসাগর মেলা হচ্ছেই, জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এমনকি গ্রিন সিগন্যাল দেখিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। করোনা আবহে রাজ্যের গঙ্গাসাগর মেলা করার সিদ্ধান্তকে অনেকেই ভালো চোখে নেয়নি।

রাজ্যের কড়া সমালোচনা করেছে বিজেপি শিবির। তবে গঙ্গাসাগর মেলাকে ঘিরে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে গঙ্গাসাগর মেলার নজরদারির জন্য পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

   

চিকিৎসক মহলের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে, এই মহামারী ও অতিমারীকালে গঙ্গাসাগর মেলা করাটা কি খুব দরকার ছিল? যেখানে একাধিক রাজ্য মকর সংক্রান্তির উৎসবের ওপর না করেছে সেখানে বাংলা কেন ব্যতিক্রমী কাজ করল?

উত্তরাখন্ডের হরিদ্বারে বাতিল করা হয়েছে মকর সংক্রান্তির পুণ্যস্নান। পূণ্যার্থীদের প্রবেশ নিষেধ করা হয়েছে হর কি পৌরিতে। অন্যদিকে কড়া করোনা বিধি জারি করেছে ওডিশা সরকার। বাতিল করা হয়েছে পোঙ্গল ও ঘাটে ঘাটে সংক্রান্তির স্নান-জমায়েতের ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা।

চিকিৎসক মহলের আশঙ্কা, গঙ্গাসাগর মেলার পর রাজ্যের অবস্থা আরও শোচনীয় হতে পারে। এমনিতেই করোনায় সংক্রমণের শীর্ষ শহরগুলির তালিকায় দ্বিতীয় স্থানে বাংলা রয়েছে। সেখানে এই মেলা না বন্ধ করার সিদ্ধান্ত মোটেই উচিৎ হয়নি বলে একাংশের দাবি।

চিকিৎসক কুণাল সরকার বলছেন রাজনৈতিক সমীকরণ বেশ সফল হবে যদি গঙ্গাসাগর মেলা করা যায়। কিন্তু যে অঙ্কটা মেলাতে কালঘাম ছুটে যাবে, তা হল রাবার ব্যান্ডের মত ভোগান্তির পিরিয়ডটা টেনে লম্বা করে দেওয়া হল ইচ্ছাকৃত।