নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকু (Kalighat Kaku) বলে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রকে বিপুল বেআইনি লেনদেনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে ইডি। ধৃত সুজয়কৃষ্ণ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাকে গ্রেফতারের পর বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।
বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, কাকু জেঠুর পর এবার পিসি ভাইপোর সময় আসছে। তিনি এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেকের নাম না নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।
সুজযকৃষ্ণ ভদ্রকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, হৃদয়ের কাছাকাছি পৌঁছে গেল তদন্ত। তাঁরও নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে।
নিয়োগ দুর্নীতির তদন্তে একবার সিবিআই জেরা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডাকলেই যাব বলেও পরবর্তী জেরা আটকাতে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। আবেদন নামঞ্জুর হয়েছে। বিশিষ্ট আইনজীবীরা মনে করছেন, যে কোনও সময় ফের জেরা হতে পারে অভিষেকের।
দুঁদে আইনজীবী ও সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বারবার দাবি করেছেন, নিয়োগ দুর্নীতির তদন্ত হোক কালীঘাটে। সেখানেই আছে সব প্রশ্নের উত্তর। তিনি বলেছেন, কান টানলেই মাথা আসবে।