IFA Shield: পুলিশকে বড় ব্যবধানে হারিয়ে শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল এফসি

জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গলের। গত ম্যাচে চাঁদনী ফুটবল দলকে খরকুটোর মতো উড়িয়ে আইএফএ শিল্ডের (IFA Shield) সেমিফাইনালে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই সূচি অনুসারে আজ…

Moshal Girls East Bengal F

জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গলের। গত ম্যাচে চাঁদনী ফুটবল দলকে খরকুটোর মতো উড়িয়ে আইএফএ শিল্ডের (IFA Shield) সেমিফাইনালে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই সূচি অনুসারে আজ সেমির ম্যাচে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। নির্ধারিত সময়ের শেষে ৩-০ গোলে সেই ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল। দলের হয়ে গোল করেন যথাক্রমে তুলসী ও মৌসুমি মুর্মু। এবার ফাইনালের লড়াই। সামনে এবার শিল্ড জয়ের হাতছানি রিম্পা-রত্নাদের।

গত ম্যাচে তেহট্ট স্টেডিয়াম জুড়ে দাপিয়ে বেড়িয়েছিল মশাল ব্রিগেড। আজ ও সেই একই ছবি ধরা দিল মাঠের মধ্যে। দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার সুলঞ্জনা রাউল কে আজ প্রথম থেকে রিজার্ভ বেঞ্চে রাখা হলেও খুব একটা পরিবর্তন আসেনি দলের পারফরম্যান্সে। প্রথমার্ধের শুরু থেকেই ছোটো ছোটো পাস খেলে প্রতিপক্ষের রক্ষনভাগে চাপ সৃষ্টি করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ থাকে লাল-হলুদ ফুটবলাররা। যারফলে, গোলশূন্যভাবে ই শেষ হয় প্রথমার্ধের খেলা।

তবে দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ম্যাচের ঠিক ৫১ মিনিটের মাথায় প্রথম গোল করে যান তুলসী। যারফলে, ১-০ গোলে এগিয়ে যায় দল। তারপর গোল শোধ করার লক্ষ্যে পুলিশ দলের ফুটবলাররা উপরে উঠে আসলেও সুযোগ হাতছাড়া হয় তাদের। ম্যাচের ঠিক ৮১ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ করে গোল করেন মৌসুমি মুর্মু। ফলাফল হয়ে দাঁড়ায় ২-০ গোল। শেষে অতিরিক্ত সময় ৯৪ মিনিটের মাথায় নিজেদের দ্বিতীয় গোল করেন তুলসী।