Dilip Ghosh: ‘ওঁর পার্টির লোক আমাকে সাহায্য করছে’, কীর্তিকে বার্তা দিলীপের

লোকসভা ভোটের মুখে দুই প্রার্থীর মধ্যে বাঁক বিতণ্ডা লেগেই রয়েছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। বর্ধমান দুর্গাপুরে বিজেপির এবার প্রার্থী করেছে…

Dilip Ghosh

লোকসভা ভোটের মুখে দুই প্রার্থীর মধ্যে বাঁক বিতণ্ডা লেগেই রয়েছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। বর্ধমান দুর্গাপুরে বিজেপির এবার প্রার্থী করেছে বহুদিনের পুরোনো কর্মী দিলীপ ঘোষকে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। দুদিন আগেও দুজনের বিরোধ সামনে এসেছে। নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে ফের কীর্তিকে তোপ বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

এর আগে দিলীপ ঘোষ সম্পর্কে কীর্তি আজাদ বলেছিলেন, দিলীপের কথার কোনও মূল্য নেই। কীর্তির কথায়, ‘পাগলে কী না বলে ছাগলে কী না খায়’। এবার তার পাল্টা দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছেন। আমি কী করলাম টিএমসি ওঁকে ফাঁসিয়ে দিয়েছে। খুব দুর্ভাগ্য ওঁর, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে বেরতে পারছে না। রেজাল্টের দিন বুঝতে পারবেন কঠিন জায়গায় পা দিয়েছেন উনি। যার ইচ্ছা সাহায্য নিয়ে নিন। ওঁর পার্টিও তো ওঁকে সাহায্য করছে না। আমি যদি বলি ওঁর পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে!’

গতবারের নির্বাচনী এলাকা থেকে এবারের নির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করেনি বঙ্গ বিজেপি। বর্ধমান দুর্গাপুরে টিকিট পেয়ে ভোটের আসরে জোরকদমে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। এর আগে স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে ক্রিকেট খেলে দিলীপ বলেন কোন পিচে কেমন খেলা খেলতে হয় সেটা তিনি ভালোই জানেন।

চুপ করে থাকেননি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি বলেন, বিজেপির অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই তাঁকে প্যাকিং করে দুর্গাপুর বর্ধমানে পাঠানো হয়েছে। দিলীপ ঘোষ সম্পর্কে কথা না বললেই ভালো। ভোটের পর একে আবার প্যাকিং করে পাঠিয়ে দেব।