Sandeshkhali: ‘আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা,’ অশান্ত সন্দেশখালি থেকে ফিরেই চরম হুঁশিয়ারি রাজীব কুমারের

একাধিক অভিযোগ ওঠার পর গতকাল অশান্ত হয়ে থাকা সন্দেশখালি (Sandeshkhali)-তে পা রাখেন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar) । গতকাল সারা রাত ধরে সমগ্র সন্দেশখালী…

একাধিক অভিযোগ ওঠার পর গতকাল অশান্ত হয়ে থাকা সন্দেশখালি (Sandeshkhali)-তে পা রাখেন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar) । গতকাল সারা রাত ধরে সমগ্র সন্দেশখালী টহল দিয়ে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নতুন করে উঠে এসেছেন রাজীব কুমার।

এদিকে সন্দেশখালি সফর শেষে কলকাতায় ফিরেছেন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার। আর কলকাতায় ফিরেই তিনি সন্দেশখালি নিয়ে বড় মন্তব্য করেছেন। তাঁর কথায়, “যাঁরা আইন হাতে তুলে নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ শোনা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে। সবাইকে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

   

উল্লেখ্য, সম্প্রতি সন্দেশখালি ইস্যুতে কলকাতায় পশ্চিমবঙ্গের ডিজিপির সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) দুজনের সাক্ষাৎ কেমন হয়েছিল সেই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেন রেখা শর্মা। বলেন, “ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar) অবশেষে আমার সঙ্গে দেখা করেছেন। আমি অষ্টম-নবমবারের মতো পশ্চিমবঙ্গে এসেছি, আর ডিজিপির সঙ্গে কখনও দেখা হয়নি। ডিজিপি একমত যে পুলিশের অভাব রয়েছে। আমরা সন্দেশখালিটে থাকা সব পুলিশ কর্মকর্তাকে পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলাম। তিনি এটিকে গুরুত্ব সহকারে নিয়েও অবধি ছিলেন কিন্তু তারপরে তিনি একটি বা দুটি ফোন কল পান, যার পরে তার মনোভাব পুরোপুরি বদলে যায়। তিনি মিটিং সংক্ষিপ্ত করেন।”