Sunday, December 7, 2025
HomeWest Bengalমাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া উদ্যোগ শিক্ষা দফতরের

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া উদ্যোগ শিক্ষা দফতরের

- Advertisement -

করোনা আবহে স্কুল বন্ধ থাকলেও রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। কিন্তু দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনাতেও আর মন বসছেনা পড়ুয়াদের। এই সময় পরীক্ষা হলে অনেক পরীক্ষার্থীরাই ভালো ফল না হওয়ার আশঙ্কা করছে। তাই পরীক্ষা ঘিরে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দাবি জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে আরও একটি বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার।

সোমবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই চালু হয়েছে দুয়ারে স্কুল কর্মসূচী। বাড়ি বাড়ি গিয়ে ক্লাস করাবেন শিক্ষকরা। প্রস্তুতি জোরদার করতে বিভিন্ন প্রশ্নের আলোচনা ও টেস্ট পেপার সমাধানে সাহায্য করা হবে।

   

পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেইরকম সাজেশন দেবেন শিক্ষকরা। রাজ্যের এই উদ্যোগে খুশি হয়েছে পরীক্ষার্থীরা। তাদের কথায়, স্কুল বন্ধ থাকায় শিক্ষকদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এই নতুন প্রচেষ্টা তাদের সাহায্য করবে।

চলতি বছরের মার্চ মাসে শুরু হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিক শেষ হলেই উচ্চ মাধ্যমিক। দুটি পরীক্ষাই হবে অফলাইনে। করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখে নিজেদের স্কুলেই হতে পারে পরীক্ষা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular