মায়ের লাশের পচনের গন্ধে বাড়ি মাত, পাশের এসি ঘরে তন্দ্রায় মগ্ন মেয়ে

TMC leader found dead in Mandarmani Police investigation going on.

হাওড়ার এই বাড়ির ভিতর থেকে পচা গন্ধ ( Death Case) পেয়েই স্থানীয়রা খবর দেয় পুলিশকে। তার পরেই চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে ডাকাডাকি করে সেই বাড়িতে। সাড়া না পেয়ে বাড়ির দরজা ভাঙা হয়। দেখা যায় বারান্দার কোনার অংশে মিনতি দেবীর মৃতদেহ পড়ে আছে। জানা যায় মৃতার (Death Case) নাম মিনতি মুখোপাধ্যায়, তাঁর বয়স ৭০ বছর। মেয়ে কাকলিকে নিয়ে একই বাড়িতে থাকতেন মিনতি দেবী।

মিনতি মুখোপাধ্যায়ের স্বামী দিলীপ অনেক বছর হল মারা গিয়েছেন (Death Case)। নিজেদের একতলা বাড়িতেই থাকতেন মা ও মেয়ে। দুজনেই মানসিক সমস্যায় ভুগতেন। দুজনের কেউই খুব একটা বাড়ির বাইরে বেরোতেন না বলে খবর। পুলিশ বাড়িতে ঢুকে দেখে মেয়ে কাকলি পাশের ঘরে দিব্য এসি চালিয়ে ঘুমাচ্ছিল। মৃতদেহ (Death Case) উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সাথে মানসিক ভারসাম্যহীন মেয়েকে উদ্ধার করা হয়। তাকে পাঠানো হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। 

   

স্কুলে ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা, অগ্নিসংযোগ-গাড়ি ভাঙচুর

তবে জানা গিয়েছে ওই বাড়িতে দেখাশোনার জন্য একজন মহিলা রবিবার গিয়েছিলেন। তারপর আর তিনি ওই বাড়িতে আর কেউ যাননি। আজ বুধবার সকালে ফের ওই বাড়িতে লোকজন যায়। মায়ের মৃতদেহ (Death Case)  চার দিন ধরে ওই বাড়িতে পড়ে রয়েছে। বারান্দার কোনায় ওই মৃতদেহ (Death Case) পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে আবার এক কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার দেখা গেল হাওড়ায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন