
চাঞ্চল্যকর ঘটনা ঘটল সমুদ্র সৈকত এলাকা দীঘায়। আবারো একবার পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় ভেসে উঠলো মৃত ডলফিন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রায় চার ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে ওল্ড দীঘা এলাকায়। ওই মৃত ডলফিনটির ওজন প্রায় ৫০ কেজি, তবে শরীরে পচনের সৃষ্টি হয়েছে ওই মৃত ডলফিনটির। যার ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি দূষণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই সমুদ্র সৈকতে স্থানীয়রা ওই মৃত ডলফিন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে বনদপ্তরের কাছে। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, সমুদ্রগর্ভে কোনো এক ট্রলারের ধাক্কায় ডলফিনটির মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বনদপ্তর ও প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন









