নামী সোনার দোকানের রানাঘাট-পুরুলিয়ার ব্রাঞ্চে হাড়হিম করা ডাকাতি

রাখীর আগেরদিন মঙ্গলবার নামী সোনার দোকানে ডাকাতিতে চাঞ্চল্য ছড়াল। অবাক করা ঘটনা হল একই সংস্থার দুই আলাদা ব্রাঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। ব্রাঞ্চগুলির একটি নদিয়ায় এবং…

রাখীর আগেরদিন মঙ্গলবার নামী সোনার দোকানে ডাকাতিতে চাঞ্চল্য ছড়াল। অবাক করা ঘটনা হল একই সংস্থার দুই আলাদা ব্রাঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। ব্রাঞ্চগুলির একটি নদিয়ায় এবং আরেকটি পুরুলিয়ায়। নদিয়ায় ডাকাতি করতে আসা চার ডাকাতকে আটক করেছে পুলিশ। অপর দিকে, পুরুলিয়াতে পুলিশের গুলিতে আহত হয়েছে দুই ডাকাত বলে জানা যাচ্ছে।

মঙ্গলবার আগ্নেয়াস্ত্র নিয়ে ৮ জনের দুষ্কৃতী দল রানাঘাটে একটি সোনার গয়নার দোকানে খদ্দের সেজে দোকানের ভিতর ঢোকে। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না লুঠ করে তারা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ডাকাতের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলিশের গুলিতে আহত হয় দুই ডাকাত। তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। (প্রতিবেদন প্রকাশের সময়)
অবাক কাণ্ড! পুরুলিয়ার ওই সংস্থার একটি সোনার গয়নার দোকানেও ডাকাতি হয়। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে এখানেও প্রায় ৮ জনের ডাকাত দল ঢোকে দোকানে। ৮ কোটি টাকার সোনা এবং হিরে নিয়ে পালিয়ে যায় তারা। এমনকী সঙ্গে করে নিয়ে ডাকাতরা পালায় সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও। ঘটনার পর জেলা পুলিশের পদস্থ কর্তারা সেখানে পৌঁছন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।