মোহনবাগানকে ভয় ধরাতে পারেন দুই বাঙালি

এবারের কলকাতা ফুটবল লীগ অন্যান্য মরসুমের থেকে অনেকটাই আলাদা। টুর্নামেন্টের ফরম্যাট দীর্ঘ করা হয়েছে, ম্যাচ হচ্ছে অনেক বেশি। কোনো বিদেশি ফুটবলার না থাকায় দেশের খেলোয়াড়রা অনেক বেশি করে সুযোগ পাচ্ছেন।

Rahul Paswan and Tuhin Sikder

এবারের কলকাতা ফুটবল লীগ অন্যান্য মরসুমের থেকে অনেকটাই আলাদা। টুর্নামেন্টের ফরম্যাট দীর্ঘ করা হয়েছে, ম্যাচ হচ্ছে অনেক বেশি। কোনো বিদেশি ফুটবলার না থাকায় দেশের খেলোয়াড়রা অনেক বেশি করে সুযোগ পাচ্ছেন। ফলে নতুন করে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন ভারতীয় খেলোয়াড়রা।

আগামী দিনে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলা রয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। ম্যাচ নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা। মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ভয়ংকর হয়ে উঠতে পারেন ডায়মন্ড হারবার এফসির দুই ফুটবলার।

   

কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনে এবার সবাইকে চমকে দিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। জুনিয়র এবং সিনিয়র ফুটবলারদের কম্বিনেশনে তৈরি করা হয়েছে স্কোয়াড, তার সঙ্গে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ কোচ কিবু ভিকুনাকে। তার কোচিংয়ে প্রায় হারিয়ে যেতে বসা ফুটবলাররা যেন ফিরে এসেছেন নতুন করে। আলাদা করে বলতে হয় রাহুল পাসোয়ান এবং তুহিন সিকদারের কথা।

রাহুল পাসোয়ান কলকাতা ময়দানের পরিচিত মুখ। দীর্ঘ দিন খেলছেন ভারতীয় ফুটবলে। ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন অতীতে। তবে নিজের সেরাটা মেলে ধরতে পারেননি এই বাঙালি স্ট্রাইকার। এবারের কলকাতা ফুটবল লীগে তাক লাগিয়ে দিয়েছেন রাহুল। প্রায় প্রতি ম্যাচে করেছেন গোল। কলকাতা ফুটবল লীগে রয়েছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে।

রাহুলকে একটু পিছন থেকে যোগ্য সঙ্গত দিচ্ছেন আরও এক বাঙালি ফুটবলার তুহিন সিকদার। এটিকের প্রাক্তন এই ফুটবলার গোল করানোর ব্যাপারে দক্ষ হয়ে উঠেছেন। ইতিমধ্যে পেয়েছেন একাধিক ম্যাচ সেরার পুরস্কার। নিজেও করেছেন বেশ কিছু গোল। মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধেও নিজের সেরাটা দিতে চাইবেন তিনি।