Cyclone Michaung: ১০০ কিমি বেগে মিগজাউমের হামলা হবে, হাওড়া থেকে শতাধিক ট্রেন বাতিল

ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung).আছড়ে পড়তে চলেছে। ঝড়ের আগাম সতর্কতা জারি হয়েছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। বিশেষকরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুডুচেরির উপকূল…

ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung).আছড়ে পড়তে চলেছে। ঝড়ের আগাম সতর্কতা জারি হয়েছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। বিশেষকরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুডুচেরির উপকূল সহ ওড়িশাতেও জারি সতর্কতা। সোমবার ৪ সাইক্লোন আছড়ে পড়তে পারে। পরিস্থিতি বুঝে হা়ওড়া-চেন্নাই ও ভূবনেশ্বর, হায়দরাবাদের মধ্যে চলাচলকারী ১৪৪টি এক্সপ্রেস ট্রেন বাতিল করল দক্ষিণ-মধ্য রেল।

দক্ষিণ পূর্ব রেলের একা়দিক ট্রেন বাতিল বলে জানা গেছে। রেল সূত্রে খবর, হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি থেকে ১৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাই মেল, দুরন্ত এক্সপ্রেসসহ  একাধিক ট্রেন বাতিল।

আলিপুর হাওয়া অফিসের বার্তা, মিগজাউম পশ্চিমবঙ্গের দিকে না এলেও বাংলার উপকূলে বঙ্গোপসাগর থাকবে উত্তাল। আর রবিবার থেকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পুডুচেরির উপকূলে শুরু হবে জলস্ফিতি ও ভারী বৃষ্টি। প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কতায় উল্লিখিত রাজ্যগুলির  উপকূলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। ঝড়ের সতর্কতায় ট্রেন চলাচল বাতিল। ওই সময়ে সংশ্লিষ্ট এলাকায় বিমান চলাচল করবে না। তেমনই জাহাজ চলাচলেও জারি নিষেধাজ্ঞা।

মিগজাউম হামলার সতর্কতায় সোমবার দক্ষিণের উপকূলীয় রাজ্যগুলির বিস্তির্ণ এলাকার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যগুলির তরফে একটি সাইক্লোন আলার্ট জারি করা হয়েছে।