ISL: হায়দরাবাদ বধ করে জয়ের সরণীতে সবুজ-মেরুন

এএফসি কাপের দুঃস্বপ্ন ভুলে এবার জয়ের রাস্তায় ফিরল সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস। আজ আইএসএলে (ISL)ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দুর্বল হায়দরাবাদ এফসির মুখোমুখি…

Mohun Bagan Secures 1-0 Victory

এএফসি কাপের দুঃস্বপ্ন ভুলে এবার জয়ের রাস্তায় ফিরল সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস। আজ আইএসএলে (ISL)ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দুর্বল হায়দরাবাদ এফসির মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল কলকাতা ময়দানের এই প্রধান।

সবুজ-মেরুন জার্সিতে আজ গোল করেন যথাক্রমে অজি ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল ও ভারতীয় তারকা তথা উইঙ্গার আশীষ রাই। আজকের এই জয়ের ফলে ৫টি ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকল সবুজ-মেরুন ব্রিগেড। গত কয়েক ম্যাচের হতাশা ভুলে আজ নিজেদের ছন্দে ফেরাই অন্যতম লক্ষ্য ছিল মেরিনার্সদের। তা মিলে যেতেই ফের খুশির ঝলক বাগান সমর্থকদের মধ্যে।

   

উল্লেখ্য, আজ দিমিত্রি পেট্রাতোস ও মনবীর সিংয়ের মতো দুই দাপুটে ফুটবলার দলে না থাকায় শুরু থেকেই যথেষ্ট সাবধানী মেজাজে খেলতে দেখা গিয়েছিল বাগান ব্রিগেডকে। তবে সুযোগ বুঝে আক্রমনে উঠতে ভোলেনি হুগো বুমোসরা। তবে সেক্ষেত্রে বেশকিছু বাধার সম্মুখীন হতে হচ্ছিল বারংবার। তবে আক্রমণ থামায়নি কিয়ানরা। তবে আজ ছেড়ে দেওয়ার পাত্র ছিলনা হায়দরাবাদ। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছে তারা। কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি। প্রথমার্ধে গোলের সুযোগ আসলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে অমীমাংসিত থাকে খেলার ফলাফল। তবে দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়াতে থাকে বাগান ব্রিগেড।

যার ফল ও মেলে ম্যাচের শেষের দিকে। ঠিক ৮৭ মিনিটের মাথায় প্রতিপক্ষ দলের ফুটবলারদের পরাস্ত করে গোল করে দলকে এগিয়ে দেন অজি তারকা হ্যামিল। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-০ গোল। তখন থেকেই অনেকে ধরে নিয়েছিল যে ম্যাচ হয়ত পকেটে পুড়ে নিয়েছেন ফেরেন্দো। তবে তখনও লড়াই চালাচ্ছে হায়দরাবাদ। প্রতি আক্রমণ দানা বাঁধতে শুরু করলেও একেবারে শেষ লগ্নে এসে হায়দরাবাদের কফিনে পেরেক পুঁতে দেন বাগান তারকা আশিষ রাই।