কলকাতা: হঠাৎ অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি করা হল তাঁকে৷ জানা গিয়েছে, হার্টে ব্লকেজ রয়েছে তাঁর৷ শালবনি যাওয়ার আগে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। cv anand bose hospitalized
খবর অনুযায়ী, রাজ্যপালের হার্টে ব্লকেজ ধরা পড়েছে এবং চিকিৎসকরা আশঙ্কা করছেন, তাঁকে বাইপাস সার্জারি করতে হতে পারে। আপাতত তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে, তবে পরবর্তী সময়ে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে জানানো হয়েছে।
রাজ্যপালের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে তাঁর অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনি যাওয়ার আগে রাজ্যপালকে দেখতে হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে কিছু সময় থাকেন তিনি৷ মমতা বলেন, “রাজ্যপালের শরীর খারাপ। আমি তাঁকে দেখে এসেছি এবং চিকিৎসা চলছে।”
রাজ্যপালের মুর্শিদাবাদ সফর
রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এলাকার মানুষ তাঁদের নানা সমস্যা, বিশেষ করে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি রাজ্যপালকে জানায়। তিনি তাঁদের আশ্বস্ত করে রাজভবনের পিসরুমের নম্বরও দেন। তাঁর এই সফর ঘিরে এলাকায় কিছু উত্তেজনাও তৈরি হয়েছিল, তবে তাংর অসুস্থতার খবর শোনার পর এখন সবার মনেই উদ্বেগ।
শালবনিতে মুখ্যমন্ত্রীর শিলান্যাস
রাজ্যপালের অসুস্থতার মধ্যেও, শালবনিতে ১৬ হাজার কোটিরও বেশি টাকা খরচে তৈরি হতে যাচ্ছে দুটি ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, রাজ্যপালের অসুস্থতার কারণে কিছুটা সময়ের জন্য এই শিলান্যাসের অনুষ্ঠানেও পরিবর্তন আসতে পারে।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্রুত সুস্থতা কামনা করে রাজ্যজুড়ে রাজনীতিক, প্রশাসনিক এবং সাধারণ মানুষ তাঁর সুস্থতা কামনা করেছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার দ্রুত সুস্থতার জন্য আশাবাদী।
West Bengal: West Bengal Governor CV Anand Bose has been admitted to a hospital due to heart blockage. The Governor was rushed to a hospital in South Kolkata. Chief Minister Mamata Banerjee visited him before heading to Shalbani for an official event.