ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার সিএসপি অপারেটার

নিজস্ব সংবাদদাতা, হেঁড়িয়া: ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে অভিনব উপায়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সিএসপি অপারেটার বিরুদ্ধে। একাধিক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিএসপি অপারোটারকে…

নিজস্ব সংবাদদাতা, হেঁড়িয়া: ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে অভিনব উপায়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সিএসপি অপারেটার বিরুদ্ধে। একাধিক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিএসপি অপারোটারকে গ্রেফতার করল হেঁড়িয়া তদন্তে কেন্দ্রের পুলিশ। যদিও তদন্তের কারণে অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ।

এমন ঘটনা সামনে আসার পর আতঙ্কিত হেঁড়িয়া শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকেরা। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় হেঁড়িয়া শাখার অন্তর্গত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে। শাখায় গ্রাহকরা টাকা জমা দিতে গেলে কখনও সার্ভার ডাউন, আবার কখন ফিঙ্গারপ্রিন্ট চিহ্নিতকরণ সঠিক হয়নি। এমন অভিযোগ তুলে গ্রাহকদের কাছ থেকে একাধিকবার ফিঙ্গারপ্রিন্ট নেয় সিএসপি অপারেটার৷

তারপরেই গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নগদ টাকা যাওয়ার কথা জমা দিলেও, সেই টাকা জমা দেয়নি বলে অভিযোগ। এরপর গ্রাহকরা জানতে পারে তারা প্রতারিত হয়েছেন। এই ঘটনার একাধিক গ্রাহক হেঁড়িয়া তদন্তে কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পুলিশ সিএসপি অপারোটারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ অভিযুক্তকে গ্রেফতার করে।

হেঁড়িয়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ শেখ আশিফ উদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে পাঠানো হবে। তদন্তের কারণে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হবে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷”

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী ও প্রতারিত গ্রাহক বলেন, “একাধিক সমস্যা দেখিয়ে অনেকবার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন ওই সিএসপি। তারপরেই দেখি ব্যাঙ্ক কয়েক হাজার টাকা উধাও। থানায় অভিযোগ জানিয়েছি৷ অভিযুক্তের শাস্তি ও টাকা ফেরত চাই৷”