Darjeeling: রানওয়েতে ফাটল,বাগডোগরা বিমানবন্দর বিচ্ছিন্ন

বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে  ফাটলের কারণে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার আকাশপথ বিচ্ছিন্ন। তেমনই উত্তরপূর্ব ভারতে ও অন্যান্য কয়েকটি মহানগর শহরের সঙ্গে দার্জিলিংয়ের (Darjeeling) যোগাযোগ কেটে গেছে। ফাটলের…

বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে  ফাটলের কারণে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার আকাশপথ বিচ্ছিন্ন। তেমনই উত্তরপূর্ব ভারতে ও অন্যান্য কয়েকটি মহানগর শহরের সঙ্গে দার্জিলিংয়ের (Darjeeling) যোগাযোগ কেটে গেছে।

ফাটলের জেরে বন্ধ রয়েছে উড়ান পরিষেবা। ভিন রাজ্যের প্রায় ৫টি বিমান আটকে কলকাতা বিমানবন্দরে। যদিও কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে কিছুক্ষণের মধ্যে রানওয়ে মেরামতি হয়ে যাবে।

আগামী ১১ এপ্রিল থেকে বাগডোগরা বিমানবন্দরটি বন্ধ হওয়ার কথা ছিল। প্রায় ১৪ দিন মতো বন্ধ থাকার কথা ছিল। তার আগেই ঘটল এই বিপত্তি।  

বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ ফাটল দেখা যায়। তার আগে পর্যন্ত ৩টি বিমান নেমেছে।

বাগডোগরা বিমানবন্দর পরিচালনা করে ভারতীয় বায়ুসেনা। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় এই বিমানবন্দরের গুরুত্বপূর্ণ।