গর্জন শেষ? নিজের বুথেই CPIM প্রার্থী পেলেন না সুশান্ত ঘোষ

শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়েও শেষ পর্যন্ত নিজের গ্রামে নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না সিপিআইএমের (CPIM) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।

sushanta ghosh

শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়েও শেষ পর্যন্ত নিজের গ্রামে নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না সিপিআইএমের (CPIM) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।

সুশান্ত ঘোষের নিজের গ্রাম গড়বেতার বেনাচাপড়া গ্রামে,নেই কোন সিপিআইএম প্রার্থী। সুশান্ত ঘোষের দাবি-” সেটি সংরক্ষিত আসন ছিল, শংসাপত্রের জটিলতায় প্রার্থী সংকট তৈরি হয়েছিল। তাই গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে তুলে জেলা পরিষদে দিতে হয়েছে।”

তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “দিলীপ ঘোষ থেকে সুশান্ত ঘোষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত বেশি বিষোদগার করবেন, মানুষ তত বেশি ওদের অপছন্দ করবে। ওদের পাশে দাঁড়াবার কেউ নেই বলেই ওরা নিজের এলাকাতেই প্রার্থী দিতে পারেনি।”

উল্লেখ্য, ঝাড়গ্রামে দিলীপ ঘোষ তার নিজের গ্রামেই বিজেপি প্রার্থী দিতে পারেনি। ঝাড়গ্রাম এর বিজেপি সাংসদ কুনার হেমব্রমও নিজের গ্রামে প্রার্থী দিতে পারেনি বিজেপির। এবার সেই তালিকাতে সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।