CPIM: টার্গেট ২০ প্লাস! ‘জয় সীতারাম’ বলে ঝাঁপাচ্ছে বাম

এখনও জাতীয় দলের তালিকাভুক্ত CPIM, এই তকমা ধরে রাখতে মরিয়া তারা। দেশে একমাত্র কেরলে দলটি ক্ষমতায়। তামিলনাড়ুতে সরকারের শরিক। ত্রিপুরায় বিরোধী আসনে। তবে পশ্চিমবঙ্গে নেই…

CPIM

এখনও জাতীয় দলের তালিকাভুক্ত CPIM, এই তকমা ধরে রাখতে মরিয়া তারা। দেশে একমাত্র কেরলে দলটি ক্ষমতায়। তামিলনাড়ুতে সরকারের শরিক। ত্রিপুরায় বিরোধী আসনে। তবে পশ্চিমবঙ্গে নেই বিধায়ক, সাংসদ। তবে বাংলা থেকে রাজ্যসভার বাম সাংসদ আছেন। এই গাণিতিক সমীকরণ ধরে লোকসভা নির্বাচনে ২০ অধিক আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে সিপিআইএম।

সেই দিন আর নেই যখন সিপিআইএমের কথায় কেন্দ্রের ইউপিএ সরকার চলত। কেন্দ্র সরকারে না সামিল হয়েও সরকারকে কাঠের পুতুলের মতো নাচাতেন বাম নেতারা। দিন গিয়েছে। তবে স্বপ্ন যায়নি। কেন্দ্রীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে বড়সড় লক্ষ্যমাত্রা নিল সিপিআইএম।

চরম নিয়মতান্ত্রিক সিপিআইএমের অভ্যন্তরীণ কথা বাইরে আসেনা তেমন। তবে চিতল চিতল যে তথ্য ছিটকে আসছে তাতে এবার বাম শিবিরের লক্ষ্যমাত্রা যেন রোমঞ্চে ভরপুর ওয়েব সিরিজ কাহিনী। দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিজেপি বিরোধী অবস্থান ধরে রেখে কংগ্রেস নেতৃত্বের INDIA মঞ্চে আছেন।

বাম শাসিত রাজ্য কেরল থেকে অন্তত ১৫ ও তামিলনাড়ু থেকে কমপক্ষে ৫টি আসন নির্দিষ্ট করেছে টিম সীতারাম। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা থেকে একটি আসনের লক্ষ্য রাখা হয়েছে। আর পশ্চিমবঙ্গ থেকে দুটি আসন। অঙ্ক পুরো না মিলে দুই ঘরের সংখ্যা টার্গেট করেছে সিপিআইএম।

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অনুমান দক্ষিণ ভারত থেকেই আসন বেশি আসবে। গত লোকসভা ভোটে তামিলনাড়ু থেকেই মোট চারটি আসন পেয়েছিল বাম শিবির। তবে সেবার কেরলে বাম সরকার থাকলেও লোকসভায় ভরাডুবি হয়েছিল। কেরলে পরপর দুবার সরকার ধরে রেখে সিপিআইএম এই রাজ্য থেকে সর্বাধিক সাংসদ দিল্লি নিয়ে যেতে মরিয়া।

পশ্চিমবঙ্গে দলীয় ভোট বাড়ছে তাতে নিশ্চিত। গত লোকসভা ও বিধানসভায় বাংলায় বাম শিবিরে ভোট শতাংশের হার কমতে কমতে ৫ শতাংশে গিয়ে ঠেকেছে।বঙ্গ বাম নেতাদের ধারণা, পঞ্চায়েত ভোটে তীহ্র কারচুপির গণনার পরেও যেভাবে গ্রামাঞ্চলে বাম ভোটের ব্যালট নষ্টের ছবি ধরা পডেছিল তার অন্তত দ্বিগুণের বেশি ভোট বাড়তে চলেছে লোকসভার ভোটে।

পঞ্চায়েতের ভোটে তৃ়ণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটের মুখোমুখি সংঘর্ষে বারবার রক্তাক্ত হয়েছিল  মুর্শিদাবাদ, মালদা। আর পূর্ব বর্ধমান। এই তিন জেলাতেই বিশেষ নজর দিচ্ছে বাম শিবির।