HomeBharatPoliticsNadia: তেহট্ট সমবায় সমিতিতে গোহারা তৃ়ণমূল, জিতল সিপিআইএম

Nadia: তেহট্ট সমবায় সমিতিতে গোহারা তৃ়ণমূল, জিতল সিপিআইএম

- Advertisement -

পুরভোটে রাজ্যে একমাত্র তেহট্টেই (Tehatta) লাল পতাকা উড়েছে। এই পুরসভা বাম দখলে। আর বিধানসভায় বিরোধী দল বিজেপির দখলে নেই একটিও পুরবোর্ড। এই সূত্র ধরে পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবি হবে বলেই শীর্ষ নেতাদের বিশ্লেষণ। কারণ একের পর এক পঞ্চায়েত এলাকায় থাকা সমবায় সমিতির ভোটে সিপিআইএমের (CPIM) জয়। নদিয়ায় (Nadia) ফের তেমনই জয় পেয়েছে বাম শিবির।

তেহট্টে কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হলো সিপিআইএম। মোট ৭২ আসনের মধ্যে ৬৭টি আসনে জয়ী তারা। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫টি আসন। বিজেপির ঘরে শূন্য।

   

রবিবার তেহট্ট কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয়। ফলপ্রকাশ হতেই বাম উল্লাস্ শুরু। তেহট্টের সিপিআইএম নেতৃত্বের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ফল। মানুষ বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হয় তৃণমূল পরাজিত হবেই। তৃণমূল নেতৃত্বের দাবি, সমিতি দখলের জন্য নিজেদের পরিবারের সদস্যদের ভোটার করেছে সিপিআইএম।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular