CPIM: বিরোধীশূন্য করতে গিয়ে এখন তৃণমূল-তৃণমূলকে শূন্য করছে: মহঃ সেলিম

উপনির্বাচনের আগে তীব্র রাজনৈতিক উত্তাপে ফুটতে শুরু করল রাজ্য। তৃণমূল কংগ্রেসের ঘাঁটি বীরভূমে ‘গণহত্যা’ ইস্যুতে সিপিআইএম সহ বিরোধীদের (CPIM) কটাক্ষবাণে জর্জরিত রাজ্য সরকার। পরিস্থিতি বুঝে…

উপনির্বাচনের আগে তীব্র রাজনৈতিক উত্তাপে ফুটতে শুরু করল রাজ্য। তৃণমূল কংগ্রেসের ঘাঁটি বীরভূমে ‘গণহত্যা’ ইস্যুতে সিপিআইএম সহ বিরোধীদের (CPIM) কটাক্ষবাণে জর্জরিত রাজ্য সরকার। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাটিতে মন্ত্রী ফিরহাদ হাকিমকে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রামপুরহাটের বগটুই গ্রামে আগুনে পুড়িয়ে ‘গণহত্যা’ সংঘটিত করা হয়েছে এমনই অভিযোগ বিরোধীদের।জেলায় গত পুরভোটে তৃণমূল কংগ্রেস সর্বত্র জয়ী হয়। রামপুরহাট পুরসভার একটি ওয়ার্ডে সিপিআইএম জয়ী হয়। জেলায় মূলত টিএমসি ও সিপিআইএম লড়াই হয়েছিল। বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপি ছিল অস্তিত্বহীন।

সেই রামপুরহাটের বগটুই গ্রামে ‘গণহত্যা’ অভিযোগে শাসক তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, ‘টিএমসির দলনেত্রী বলেছিলেন বিরোধীশূন্য করতে এখন তৃণমূল তৃণমূলকে শূন্য করছে।’

সেলিমের অভিযোগ, বগটুই গ্রামে আগুন ধরিয়ে গ্রামবাসীদের পুড়িয়ে মারার ঘটনায় জড়িত তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। কলকাতায় সাংবাদিক বৈঠকে তাঁর অভিযোগ, বীরভূম জেলার পাথর ও বালি খাদানে বেআইনি পাচারের বখরা নিয়ে সংঘর্ষের শুরু হয়। এর জেরে বগটুই গ্রামের বাসিন্দা ও স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়।

এলাকাবাসী জানাচ্ছেন সোমবার তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখকে বোমা মারে কয়েকজন। এতে মারা যায় ভাদু শেখ। রাতেই তার গ্রাম বগটুই-তে হামলা হয়। কয়েকটি বাড়িতে আগুন ধরানো হয়। মঙ্গলবার সকালে গ্রাম থেকে দশ জনের পোড়া দেহ বের করে পুলিশ। মৃতদের মধ্যে শিশু ও কয়েকজন মহিলা। পরে রামপুরহাট হাসপাতালে মৃতদেহগুলি শনাক্ত করা হয়।

এই ঘটনার প্রসঙ্গ টেনে সিপিআইএম রাজ্য সম্পাদকের কটাক্ষ, এখন তৃণমূলই তৃণমূলকে শূন্য করতে নেমেছে।মহম্মদ সেলিমের আরও অভিযোগ ঘটনা চাপা দিতে চাইছে সরকার।

বগটুই গ্রামের ঘটনার পরপরই বীরভূম জেলা তৃ়ণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেন, আগুন লে়গেছিল শর্ট শার্কিট থেকে। তার মন্তব্যের জেরে আরও বিতর্ক ছড়ায়। পরে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন রাজনৈতিক ষড়যন্ত্র চলছে।

বিধানসভা ভোটের আগে বীরভূমকে বিরোধী শূন্য করার দাবি করেন অনুব্রত মন্ডল। জেলায় নানুর বিধানসভাটি ছিল সিপিআইএমের। প্রচারে গিয়ে সিপিআইএম প্রার্থী তৎকালীন বিধায়ক শ্যামলী প্রধান আক্রান্ত হন। প্রকাশ্যেই তার হাত কাটার হুমকি দেয় টিএমসি নেতা।