জেলায় জেলায় তাপপ্রবাহের মাঝে বাংলায় পারদ কমার ইঙ্গিত IMD-র

ভ্যাপসা গরমের মাঝেই বাংলায় তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিল আইএমডি (IMD)। আজ রবিবার আইএমডি দিল্লির সিনিয়র বিজ্ঞানী নরেশ কুমার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় দাবি করেছেন।…

Weather updates

ভ্যাপসা গরমের মাঝেই বাংলায় তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিল আইএমডি (IMD)। আজ রবিবার আইএমডি দিল্লির সিনিয়র বিজ্ঞানী নরেশ কুমার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় দাবি করেছেন। তিনি বলেছেন, “পূর্ব ভারতে বর্তমানে তাপপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছে এবং মনে হচ্ছে যে আগামী ৪-৫ দিনের মধ্যে কয়েকটি রাজ্যে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।”

আবহাওয়া বিজ্ঞানী আরও জানান, ‘পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করায় আমরা লাল সতর্কতা জারি করেছি। বাংলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫ থেকে ৪ ডিগ্রি বেশি। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। আগামীকাল থেকে আমরা অনুমান করছি যে তাপমাত্রায় কিছুটা হ্রাস পাবে এবং এর পরে ৪ দিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।’

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। এছাড়া ছয় জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত ছয় জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এই ছ’টি জেলা হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমান। এরইসঙ্গে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।