বর্ধমানে মমতার জনসভার আগেই সিপিএমের বিক্ষোভে জনতার ঢল

কৃষকসভার নেতৃত্বে পূর্ব বর্ধমান জেলায় জমি পুনর্দখল করার কাজে বারবার চমক তৈরি করেছে সিপিআইএম (CPIM )। কোনো ক্ষেত্রেই বাধা দিতে আসেনি শাসকদল তৃণমূল। এবার বন্ধ…

CPIM Protest in Purba Bardhaman Demanding Immediate Resumption of 100 Days’ Work

কৃষকসভার নেতৃত্বে পূর্ব বর্ধমান জেলায় জমি পুনর্দখল করার কাজে বারবার চমক তৈরি করেছে সিপিআইএম (CPIM )। কোনো ক্ষেত্রেই বাধা দিতে আসেনি শাসকদল তৃণমূল। এবার বন্ধ থাকা ১০০ দিনের কাজ দ্রুত শুরুর দাবিতে বাম মিছিলে ব্যাপক সাড়া। তাও আবার মুখ্যমন্ত্রীর জনসভার আগেই।

Advertisements

মঙ্গলবার বর্ধমান শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। জেলা তৃণমূল সূত্রে খবর, ওই সভা থেকেই জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হবে। বর্ধমানে মমতার পদযাত্রা কর্মসূচিও আছে। শাসকদলের এই কর্মসূচির আগে পূর্বতন শাসকদল সিপিআইএমের বিক্ষোভ মিছিলে সাড়া পড়ল খণ্ডঘোষে।

   

জেলা সিপিআইএম সূত্রে খবর, একশ দিনের কাজ দ্রুত শুরু করার দাবিতে ও প্রশাসনের মদতে পাট্টাদারদের জমি থেকে উচ্ছেদের চেষ্টার বিরুদ্ধে খণ্ডঘোষ বিডিও এবং বিএলআরও অফিস অভিযান সংঘটিত হয়।

তৃণমূলের অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের জন্য বরাদ্দ ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিরোধী দল বিজেপির দাবি রাজ্যের তৃণমূল সরকার টাকা নয়ছয় করছে বলেই টাকা দিতে পারছে না কেন্দ্র।

একশ দিনের কাজে অর্থ বরাদ্দ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালত জানায় দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হোক। কিন্তু প্রকল্প চালু রাখতে হবে।