আত্মবিশ্বাসী কেষ্টর বিরুদ্ধে ‘খেলা হবে’ স্লোগান দিতে প্রস্তুতি নিচ্ছে বামেরা

বীরের মতো সম্মান দিয়ে ফেরাতে হবে কেষ্টকে৷ বৃ্হস্পতিবার নেতাজী ইন্ডোরে কর্মীসভা থেকে দলের নেতা-বিধায়কদের এমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাতেই অনেকটা আত্মবিশ্বাস ফিরে…

বীরের মতো সম্মান দিয়ে ফেরাতে হবে কেষ্টকে৷ বৃ্হস্পতিবার নেতাজী ইন্ডোরে কর্মীসভা থেকে দলের নেতা-বিধায়কদের এমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাতেই অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন কেষ্ট। আসানসোল জেল থেকে বের হওয়ার মুখে কেষ্ট বডি ল্যাঙ্গুয়েজ তেমনটাই বার্তা দিচ্ছিল৷

এদিন আসানসোলন থেকে এমপিএমএলএ আদালতে যাওয়ার সময় অনুব্রত বলেন, দিদি পাশে আছে এনাফ। এরপর বললেন, জেলে তো কেউ থাকে না। একদিন ছাড়া পাবো৷ গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত যেন আরও অনেকটা কনফিডেন্ট৷ কারণ, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেষ্ট ছাড়া পাবে৷ তাই আজ কেষ্ট নিজেই বলে উঠলেন জেলে কন্টিনিউ কেউ থাকে না, ছাড়া পায়। নিশ্চয়ই ছাড়া পাব, ছাড়া পেলে যাব। এ আর বলার কী আছে।

আজ এমপিএমএলএ এমপিএমএলএ আদালতে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। ২০১০ সালে মঙ্গলকোটের একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনারতিনি ১ তারিখ হাজিরা দিয়েছিলেন। তাই শুক্রবার আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে সকাল সাড়ে ছ’টা নাগাদ তিনি রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে।

অন্যদিকে, আজই সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামফ্রন্ট৷ কেন্দ্র সরকার মূল্যবৃদ্ধি ও রাজ্যের শাসক দলের একাধিক দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে আজ বিধাননগর জুড়ে মিছিল করবে বামেরা। তখনও বিধাননগরে উপস্থিত থাকবেন অনুব্রত৷ ফলত গোটা বিষয়টিকে ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ৷