Panchayat Election: তৃণমূলকে প্রতিরোধের বার্তায় প্রত্যাঘাতের নির্দেশ দিল সিপিআইএম

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ঘিরে মনোনয়ন জমা কর্মসূচি চলছে। এর মধ্যে একের পর এক জেলায় তৃ়নমূল কংগ্রেসের (TMC) নেতৃত্বে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে।

CPIM Ordered to Withdraw Message of Resistance to TMC in Panchayat Election

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ঘিরে মনোনয়ন জমা কর্মসূচি চলছে। এর মধ্যে একের পর এক জেলায় তৃ়নমূল কংগ্রেসের (TMC) নেতৃত্বে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ। তবে মনোনয়ন জমা করতে মরিয়া বিরোধীরা। আর মনোনয়ন জমা কেন্দ্র করে চলছে জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষ। বাধা দিলে প্রতিরোধ হবে দলীয়স্তরে এমনই বার্তা দিল (CPIM) সিপিআইএম।

আগেই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, আমরা প্রস্তুত। পঞ্চায়েত ভোটে শাসকদলের দূর্নীতির জবাব দিতে তৈরি মানুষ। বামফ্রন্ট ফের মানুষের পঞ্চায়েত গড়বে। জানা যাচ্ছে, পঞ্চায়েত ভোটের জন্য জেলায় জেলায় নতুন করে সংগঠন চাঙ্গা করেছে বাম শিবির। নতুন বুথ ভিত্তিক কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সূত্রের খবর, সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলীও প্রতিরোধ বার্তায় সায় দিয়েছে। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, প্রতিরোধের নামে প্রতি আক্রমণে যেতে পারে সিপিআইএম। কিছু এলাকায় তেমনই ছবি দেখা গিয়েছে।

পঞ্চায়েত ভোটে বাম ও কংগ্রেস জোট করেই লড়াই হবে তা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সিপিআইএম সূত্রে খবর, জোট যাই হোক কোনওভাবেই গত ২০১৮ সালের মতো নরম মনোভাব দেখানো যাবেনা। পঞ্চায়েত ভোটের মনোনয়নে বাধা দিয়ে তৃনমূল কংগ্রেস ফের একার দখলে গ্রামবাংলা আনতে মরিয়া। দুর্নীতিতে বিপর্যস্ত গ্রামবাসীদের নিয়েই হবে প্রতিরোধ।

আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য দফতর মুজ্জফর আহমদ ভবন থেকে প্রতিরোধের গরম বার্তা দলের গ্রামাঞ্চলের কর্মীদের ছড়িয়ে দিল সিপিআইএম।