কাঁথি: পুরপ্রধান সুবল মান্না’র বিরুদ্ধে অনাস্থা বৈঠকে তৃণমূলের কাউন্সিলরা

কাঁথি: রাজ্য নেতৃত্ব ও দলের হুইপ’কে কার্যত অমান্য করে কলকাতা হাইকোর্টে বিচারক অমৃতা সিহনা এজলাসে মামলা দাখিল করলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। আইনজীবী…

কাঁথি: রাজ্য নেতৃত্ব ও দলের হুইপ’কে কার্যত অমান্য করে কলকাতা হাইকোর্টে বিচারক অমৃতা সিহনা এজলাসে মামলা দাখিল করলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। আইনজীবী মারফত ১৯  জানুয়ারী কলকাতা হাইকোর্টের বিচারক অমৃতা সিহনা এজলাশে মামলা উঠে।

আগামী সোমবার অমৃতা সিহনা এজলাসে এই মামলার শুনানি হবে বলে সূত্র মারফত জানাগেছে। সেদিন কাঁথি পুরসভায় পুরপ্রধান সুবল কুমার মান্নার অনাস্থা। এনিয়ে কাঁথির রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। কাঁথির পুরপ্রধান সুবল কুমার মান্না আইনজীবী মারফত দাবি করেছেন তাঁকে অবৈধভাবে পুরপ্রধানের পথ থেকে সরিয়ে দিচ্ছে দলেরই কাউন্সিলরা।

এবিষয় প্রতিক্রিয়া নেওয়ার জন্য কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না’কে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন তোলেননি। তাই কোন প্রতিক্রিয়া মেলেনি। সূত্র  মারফত জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর কাঁথির একটি স্কুলে অনুষ্ঠানে হাজির হন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। সেই মঞ্চে উপস্থিত হন কাঁথির বর্ষিয়ান সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী।

মঞ্চে শিশির অধিকারী’কে প্রণাম করেন পুরপ্রধান সুবল কুমার মান্না। শুধু প্রনামে থেমে থাকেনি, শিশির অধিকারী’কে গুরুদেব বলে সম্বোধন করেন। তারপরে সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্বরা পুরপ্রধান সুবল কুমার মান্নার বিরুদ্ধে সরব হন। পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বরা সুবল মান্নাকে শোকজ করেন।

রাজ্য নেতৃত্বরা অবিলম্বে পুরপ্রধান সুবল কুমার মান্না’কে পদত্যাগ করার জন্য নির্দেশ দেন। রাজ্য থেকে জেলা নেতৃত্বের নির্দেশ’কে তোয়াক্কা করেনি পুরপ্রধান সুবল কুমার মান্না। কিন্তু পুরপ্রধানের কাজ চালিয়ে যাচ্ছিলেন সুবলবাবু।

তারপরেই রাজ্য নেতৃত্বের নির্দেশক্রমে তৃণমূলের ১৬ জন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন জেলা নেতৃত্বরা। সেখানেই পুরপ্রধান সুবল কুমার মান্নার বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত গ্রহণ হয়। গত ২  জানুয়ারি তৃণমূল প্রতিকে জেতা ১৬ জন কাউন্সিলরের সই করে অনস্থা জমা দেন। কিন্তু সেই অনস্থা কোন উত্তর দেননি। পুর আইনে নিয়ম অনুযায়ী কাঁথি পুরসভা উপ -পুরপ্রধান সুপ্রকাশ গিরি অনাস্থা মিটিং দিনক্ষণ ঘোষণা করেন। আগামী সোমবার পুরসভার অফিসে মিটিং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তারপরেই আইনজীবী মারফত কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল কুমার মান্না কলকাতা হাইকোর্টের বিচারক অমৃতা সিহনা এজলাসে মামলা দায়ের করেন। সেদিন কাঁথি পুরসভায় পুরপ্রধান সুবল কুমার মান্নার অনাস্থা। যদিও এবিষয় তৃণমূলের কাউন্সিলর থেকে নেতৃত্বরা মুখে কুঁলুপ এসেছে।