সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে আরও ১৪ দিনের জেল হেফাজত

আনিস খান হত্যাকাণ্ডে শনিবার হাওড়ার পাঁচলায় হাওড়ার (গ্রামীণ) পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী (Meenakshi Mukherjee) সহ অন্যান্য বাম…

Meenakshi Mukherjee

আনিস খান হত্যাকাণ্ডে শনিবার হাওড়ার পাঁচলায় হাওড়ার (গ্রামীণ) পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী (Meenakshi Mukherjee) সহ অন্যান্য বাম কর্মী ও সমর্থকেরা। তাদের আটক করা হলে রবিবার একদিনে জেল হেফাজতের নির্দেশ দেয় হাওড়া জেলা আদালত। সোমবারেও মিলল না জামিন। মীনাক্ষী সহ বাকি ১৬ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল। 

Advertisements

শনিবার এসপির অফিসের সামনে বিক্ষোভ চালায় বাম কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় ১৬ জনকে। তাদের এখন ১৪ দিনের হাজতবাস কাটাতে হবে।  জানা গিয়েছে, আগামী ১১ মার্চ এই মামলার শুনানি হবে। তবে তার আগে ৪ মার্চ ফের আটকেরা জামিনের আবেদন করতে পারবেন। 

   

শনিবার পুলিশের লাঠির আঘাতে আহত হয় একাধিক বাম কর্মী। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন মীনাক্ষীকে পুরুষ পুলিশ টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র সহ বিশিষ্ট বাম নেতারা। 

ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। সঠিক বিচারের দাবিতে রাস্তায় নেমেছে এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলি। সোমবার পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ। সোমবারেই আনিসের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য দেহ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।