Kancha Badam: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত ভূবন

এখন লোকের মুখে মুখে শোনা যাচ্ছে কাঁচা বাদাম গানটি। বাদাম বিক্রি করতে গিয়ে নিছক বানানো একটি গান মূহুর্তে জীবন বদলে দেয় বীরভূমের বাদাম বিক্রেতা ভূবন…

Bhuvan Badikar-kancha Badam

এখন লোকের মুখে মুখে শোনা যাচ্ছে কাঁচা বাদাম গানটি। বাদাম বিক্রি করতে গিয়ে নিছক বানানো একটি গান মূহুর্তে জীবন বদলে দেয় বীরভূমের বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকরের। সেই বাদাম কাকুই গাড়ি দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ভূবন। বুকে গুরুতর আঘাত পেয়েছেন। এই মুহূর্তে সিউরি সুপার‌ স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুকে আঘাত পেলেও সেই চোট গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে কয়েকটি মেডিকেল টেস্টের প্রয়োজন রয়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। ভূবন বাদ্যকর ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর দূর্ঘটনার খবর পেয়ে চিন্তিত ফ্যানেরাও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সিটিগোল্ডের চেন, ভাঙা মোবাইল, পায়ের তোড়ার মত জিনিসের বদলে মেপে মেপে কাঁচা বাদাম বিক্রি করতেন ভূবন বাদ্যকর। নিজের সুপ্ত প্রতিভা কাজে লাগিয়ে বানিয়ে ফেলেন একটি গান। সেই গান ভাইরাল হতেই চারিদিকে প্রশংসার পাত্র হয়ে ওঠেন ভূবন বাবু। বর্তমানে এই গান‌ কেবল দেশেই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

এখন ‘সেলিব্রেটি’ হয়ে যাওয়ায় বাদাম বিক্রি করবেন না বলে জানিয়েছেন ভূবন বাদ্যকর। আগামী দিনে গান গেয়েই পরিচিতি লাভ করতে চান। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই নানা সমালোচনা শুরু হয়েছে।