CPIM: ‘কত অপদার্থ পুলিশমন্ত্রী হলে ৪২০ পুলিশরা হয়’ মুখ্যমন্ত্রীকে নিশানা সেলিমের

জয়নগরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের পর এক অভিযুক্তকে গণপিটুনিতে মেরে ফেলা হয় সোমবার। বামনগাছিতে এমন ঘটনার পর উঠে আসছে তৃ়ণমূলের গোষ্ঠীবাজি। অভিযোগ, খুনের ঘটনাকে…

জয়নগরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের পর এক অভিযুক্তকে গণপিটুনিতে মেরে ফেলা হয় সোমবার। বামনগাছিতে এমন ঘটনার পর উঠে আসছে তৃ়ণমূলের গোষ্ঠীবাজি। অভিযোগ, খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বেছে বেছে হামলা চালিয়েছে বাম সমর্থকদের বাড়িতে।

Advertisements

মঙ্গলবার এলাকায় যেতে গিয়ে পুলিশের বাধার মুখে বাম নেতারা। সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তীর সাথে পুলিশের কুস্তি হলো। এই গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম নেতা সেলিম।

Advertisements

বর্তমানে জয়নগর থানার সামনে রয়েছে ঘরছাড়ারা। গোটা ঘটনা আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা। এই গোটা বিষয়ে সিপিএম নেতা সেলিম জানিয়েছেন, ” এই প্রত্যেকটি ঘটনা, খুনকে কেন্দ্র করে, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া কিংবা আক্রমণ করার ঘটনা বা আজ সিপিএমের প্রতিনিধি সুজন ও কান্তি সহ দলের লোকের উপর যে আক্রমণ হচ্ছে তার দায় পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের।”

এর সঙ্গেই তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে আরো বলেন, ” আমাদের রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে। খুন, জখম, লুঠের রাজত্ব কায়েম হয়েছে। ধিক্কার জানাচ্ছি এখানে শেষ নয়, পুলিশদের হাই কোর্টে টানা হবে। কারণ তারা খুন, খুনি, লুঠ কোনোটাই আটকাতে পারলোনা। আর এখন দাড়িয়ে সিপিএমকে আটকাচ্ছে। কত অপদার্থ পুলিসমন্ত্রি হলে ৪২০ পুলিশরা হয়।”