Sunil Chhetri: কুয়েতের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী সুনীল ছেত্রী

আসন্ন ১৬ তারিখ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শক্তিশালী কুয়েত দলের মুখোমুখি হতে চলেছে ব্লু টাইগার্স। সেইদিকেই তাকিয়ে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। বলাবাহুল্য, এবারের…

sunil chhetri

আসন্ন ১৬ তারিখ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শক্তিশালী কুয়েত দলের মুখোমুখি হতে চলেছে ব্লু টাইগার্স। সেইদিকেই তাকিয়ে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। বলাবাহুল্য, এবারের এই চলতি বছরে একটি টুর্নামেন্টে দুইবার মুখোমুখি হয়েছে এই দুটি ফুটবল দল। সেটি বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে।

প্রথমে শক্তিশালী লেবানন দলকে পরাজিত করেছিল সুনীল ব্রিগেড। তারপর বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কুয়েতের মুখোমুখি হয় ইগর স্টিমাচের ছেলেরা। সেখানে প্রথমদিকে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে আনোয়ার আলীর আত্মঘাতী গোলের দরুণ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। তবে সেই টুর্নামেন্টের ফাইনালে ফের মুখোমুখি হয় দুই দল। সেখানে নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল গোলশূন্য থাকলেও সাডেন ডেথে জয় তুলে নেয় ভারতীয় ফুটবল দল।

তবে এবার লড়াই আরও অনেক বড়ো। এবার যে বাইরের মাঠে খেলতে হবে ছাংতে-মহেশদের। যেখানে নিজেদের শক্তির থেকে ও আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে কুয়েত দল।এই পরিস্থিতিতে ম্যাচ পকেটে পুড়তে অনেকটাই বেগ পেতে হবে ইগর স্টিমাচের ছেলেদের। সবদিক মাথায় রেখেই এবার এই ম্যাচ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন সুনীল ছেত্রী।

তিনি বলেন, আমরা এবার যখন কুয়েতের বিপক্ষে খেলবো তা আগের মতো হবে না। এবার সেই ম্যাচ অনেকটাই আলাদা হবে। বিশেষ করে এখানকার সমর্থকরা একটা ফ্যাক্টর হতে পারে। তাছাড়া নিজেদের ঘরের মাঠে যেকোনো দল আলাদা ভাবেই পারফরম্যান্স করে। কিন্তু ওদের ও চাপ থাকবে। কারন তারাও আমাদের মতো প্রথম দুইয়ে থাকার চেষ্টা করতে হবে।

তাই এই ম্যাচ খুব একটা সহজ হবে না। কারন উভয়ের তরফ থেকে যথেষ্ট চাপ থাকবে। তবে আমাদের নিজেদের ও যথেষ্ট সাবধানী হতে হবে। ছোট ভুল গুলো সংশোধন করতে হবে। নাহলে এই সমস্ত ম্যাচে এর ব্যাপক মূল্য চোকাতে হবে। এছাড়াও ছাংতে, মহেশ ও সামাদের কথাও বলতে শোনা যায় সুনীলকে।