Kanti Ganguly: সুন্দরবনের গ্রামাঞ্চলে কান্তি গাঙ্গুলীর দৌড়, বুড়ো ঘোড়াতেই বাম ভরসা

kanti ganguly

কুলতলিতে মেরিগঞ্জ ১ নম্বর পঞ্চায়েতে সিপিএমের কর্মী মাসুদুর রহমান ঘরামি প্রার্থী হয়েছেন সিপিআইএম-এর। তার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। মাসুদুরের পরিবার অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার জন্য দায়ী।

Advertisements

হামলাকারীদের বিরুদ্ধে মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করার অভিযোগও উঠেছে। ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে গেছেন বর্ষীয়ান নেতা (Kanti Ganguly) কান্তি গঙ্গোপাধ্যায়। মাসুদুর রহমান ঘরামির বাড়িতে গিয়ে কথা বলেন তিনি।

আর দুদিন। তারপরই পঞ্চায়েত ভোট। দিন যতই এগিয়ে আসছে অশান্তি ততই বাড়ছে বলছে রাজনৈতিক মহল। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলীকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার বিস্তির্ণ গ্রামাঞ্চলে পঞ্চায়েত ভোটে লড়ছে সিপিআইএম।

Advertisements

দীর্ঘ কয়েক দশক মন্ত্রী থাকা কান্তিবাবু গত তিনটি বিধানসভা ভোটে হেরেছেন। তবে সুন্দরবনের গ্রামীণ এলাকায় তিনি বিশেষ সক্রিয়।