Saayoni Ghosh: ইডি জেরা এড়িয়ে সায়নী কই? বর্ধমানের গ্রামে দেখা যেতে পারে

তৃণমূূল কংগ্রেস যুবনেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ ইডি জেরা এড়িয়ে গেলেন। তবে তিনি চিঠি দিয়ে ইডিকে জানান, পঞ্চায়েত ভোটের পর যাবেন। যে নথি চাওয়া হয়েছিল…

তৃণমূূল কংগ্রেস যুবনেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ ইডি জেরা এড়িয়ে গেলেন। তবে তিনি চিঠি দিয়ে ইডিকে জানান, পঞ্চায়েত ভোটের পর যাবেন। যে নথি চাওয়া হয়েছিল তা পাঠিয়েছেন। এদিন খুব ভোরে তিনি কলকাতা ছাড়েন। এর পরেই প্রশ্ন উঠেছে কোথায় সায়নী?

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানান, নির্বাচন প্রচারে সায়নী ঘোষ পূর্ব বর্ধমান জেলায় থাকবেন। তিনি গলসীতে প্রচার করবেন। তৃণমূল সূত্রে খবর, সায়নী ঘোষ সাংগঠনিক কাজের সুবাদে পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমানে নিযুক্ত।

নিয়োগ দুর্নীতির তদন্তে গত শুক্রবার তাকে জেরা করেছিল ইডি। নোটিশ পাওয়ার পর সায়নী জানান ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশ এসেছিল। জানা গিয়েছিল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে প্রচার চালানোর সময় নোটিশ পেরেছিলেন সায়নী। এর পরেই তিনি ফোন বন্ধ করে একপ্রকার ‘নিখোঁজ’ ছিলেন। পরে নির্দিষ্ট দিনে জেরায় হাজিরা দেন তিনি। জেরা শেষে তিনি বলেন, ডাকলে একশবার যাব। 

দ্বিতীয় দফার জেরাতেই কথা ভাঙলেন সায়নী ঘোষ। তিনি গলসী সহ পূর্ব বর্ধমানের গ্রামাঞ্চলে  দলীয় প্রচার করবেন বলে জানা যাচ্ছে। ভোটের পর তিনি কি  জেরায় হাজিরা দেবেন? উঠছে প্রশ্ন।