Bankura: রানীবাঁধে মনোনয়ন নিতে অফিসার নেই! সিপিআইএমের ঘেরাও

অফিসার কই? একের পর এক টেবিল খালি। পড়ে আছে ফাইল। সরকারী কর্মী কেউ নেই! আর পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা করতে এসে বাম প্রার্থীরা হতবাক। অভিযোগ, উপর মহলের চাপে বাম প্রার্থীদের মনোনয়ন জমা নিতে গড়িমসি করা হচ্ছে। কারণ, তৃণমূল মনোনয়ন জমা করতে পারেনি প্রথমে। এ ঘটনা (Bankura) বাঁকুড়ার রানীবাঁধ এলাকার।

Bankura: রানীবাঁধে মনোনয়ন নিতে অফিসার নেই! সিপিআইএমের ঘেরাও

   

এই এলাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আদিবাসী সিপিআইএম নেত্রী দেবলীনা হেমব্রমের নেতৃত্বে গত কয়েকমাস ধরে বারবার শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপি ত্যাগ করে সিপিআইএমে যোগদান বেড়েছে।

এদিন পঞ্চায়েত ভোট ঘোষণার পর এদিন মনোনয়ন জমা দিতে আসা বাম মিছিল ছিল দীর্ঘ। তবে সরকারি দফতর ফাঁকা থাকায় তীব্র বিতর্ক।

Bankura: রানীবাঁধে মনোনয়ন নিতে অফিসার নেই! সিপিআইএমের ঘেরাও

আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু।১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন