iQOO Neo 7 Pro ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৪ জুলাই

ভারতে Neo 7 Pro লঞ্চ হতে চলেছে আগামী ৪ জুলাই। এমনটাই ঘোষণা করেছে iQOO কোম্পানি। এটি Neo 7-এর ঠিক পরের ফোন। Neo 7 লঞ্চ করা…

ভারতে Neo 7 Pro লঞ্চ হতে চলেছে আগামী ৪ জুলাই। এমনটাই ঘোষণা করেছে iQOO কোম্পানি। এটি Neo 7-এর ঠিক পরের ফোন। Neo 7 লঞ্চ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তবে কোম্পানির তরফে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানানো হয়নি। যে সকল গ্রাহকরা কর্মক্ষমতা-কেন্দ্রিক, এই ফোনটা তাদের জন্য।

যদিও ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানানো হয়নি, বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে ধরে নেওয়া হচ্ছে যে iQOO Neo 7 Pro স্মার্টফোনে থাকবে 6.78-inch AMOLED ফ্ল্যাট ডিসপ্লে, সঙ্গে পুরো এইচডি রেসোলিউশন। অপারেটিং সিস্টেম হবে Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC। 5,000mAh ব্যাটারি থাকছে যা 120W ফাস্ট চার্জিং হবে।

iQOO Neo 7 Pro স্মার্টফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর থাকতে পারে। iQOO Neo 7 Pro স্মার্টফোনের সামনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়াও থাকছে ৫ জি, অ্যান্ড্রয়েড ১৩, Funtouch OS 13, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, চার্জিং-এর জন্যে USB Type-C port, ডুয়াল সিম, Wi-Fi 6, ব্লুটুথ ৫।৩, স্টিরিও স্পেকার এবং ১৬ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ।