Cow Smuggling: গরুপাচার মামলায় নতুন মোড়, ইডির বিরুদ্ধেই মামলা অভিযুক্তদের

গরুপাচার মামলায় নতুন মোড়। এবার ইডির বিরুদ্ধেই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মামলা করলেন অভিযুক্তরা। তাদের অভিযোগ যেসব অনথিভুক্ত তথ্য পেশ করা হয়েছে তার তালিকা তাদের…

Agusta Westland ED Case: Delhi HC Grants Bail to Middleman Christian Michel

short-samachar

গরুপাচার মামলায় নতুন মোড়। এবার ইডির বিরুদ্ধেই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মামলা করলেন অভিযুক্তরা। তাদের অভিযোগ যেসব অনথিভুক্ত তথ্য পেশ করা হয়েছে তার তালিকা তাদের দেওয়া হয়নি। পরবর্তী শুনানি ২৭ শে জানুয়ারি। অভিযুক্তদের তালিকায় রয়েছেন এনামুল হক, অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, বিকাশ মিশ্র,সতীশ মিশ্ররা।

   

অ্যাভিনিউ কোর্টে সিবিআই আইনজীবী রাধেশ্যাম আহুজা জানান, “দু ধরনের ডকুমেন্টস হয়। একটি reliable এবং আরেকটি unreliable। Reliable ডকুমেন্টের ক্ষেত্রে অভিযোগ বা চার্জশিটের সামনে কোর্টে ফাইল হয়। কিছু ডকুমেন্ট যার উপর প্রসিকিউশন রিলাই করেনা, সেগুলো প্রশিকিউশন নিজেদের কাছে রাখে। একটি জাজমেন্ট আসে, সেখানে জাজমেন্টের মাধ্যমে কোর্টে অ্যাপ্লিকেশন দিয়ে লিস্ট অফ দ্যি unreliable ডকুমেন্ট ক্যেন বি সিকড বাই দি অ্যাকিউসড পার্শন। (list of the unreliable document can be sought by the accused person) আজ সেই অ্যাপ্লিকেশন দেওয়া হয়। তার উপর আজ শুনানি হয়েছে এবং অর্ডার রিজার্ভ করা হয়েছে।“

গরুপাচার মামলায় এবার নতুন মোড়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গরু পাচার মামলায় যারা অভিযুক্ত তারা তদন্তকারী সংস্থা ইডি-র বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলল। অভিযোগে বলা হল যে unreliable documents যেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে তার তালিকা অভিযুক্তদের দেওয়া হয়নি, চার্জশিটেও তার উল্লেখ নেই। পাশাপাশি এই মামলায় চার্জশিটে যে ডায়েরির কথা বলা হয়েছে, সেই ডায়েরির বেশ কয়েকটি পাতার উল্লেখ নেই। যে অনুবাদ করা হয়েছে সেই অনুবাদেও ভ্রান্তি রয়েছে। পুরো বিষয়টা নিয়ে দীর্ঘ শুনানি হয়। এবং তারপর বিচারক এই মামলার রায়দান স্থগিত রেখেছেন। আগামী ২৭ শে জানুয়ারি এই মামলায় সীদ্ধান্ত জানাবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।